নয়াদিল্লি: ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়েই ইঙ্গিত দিয়েছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Indian FM Minister Nirmala Sitaraman) পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন ব্যাঙ্কগুলি থেকে ঋণ ( loans) নিয়ে পালিয়ে যাওয়া যাবে না। যারা ঋণ মেটাননি তাদের খরচের খাতা (written off) বন্ধ হলেও গ্রহীতারা দায়বদ্ধই থাকবেন। আর এই বিষয়ে টাকা পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।
শুক্রবার এই বিষয়টি স্পষ্ট করে দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বললেন, গত পাঁচ বছরে ১০.০৯ লক্ষ কোটি টাকা ঋণের খাতা বন্ধ আছে। কিন্ত, এগুলো মুকুব (waived off) করা হয়নি। ঋণগ্রহীতারা (borrowers) দায়বব্ধই থাকবেন।
Rs 10.09 lakh cr loans written off in last five years, not waived off; borrowers continue to be liable: FM
— Press Trust of India (@PTI_News) February 10, 2023