Indian Army Zindabad, PM Modi Zindabad Photo Credit: Youtube@ANI News

বুধবার সন্ধ্যায় যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে নয়াদিল্লি পৌঁছল ভারতীয় নাগরিকদের প্রথম দলটি। ‘অপারেশন কাবেরীর’ মাধ্যমে এদিন ৩৬০ জন ভারতীয় নাগরিক দেশে পৌঁছলেন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় নাগরিকদের নিয়ে বিশেষ বিমানটি নামার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ভেসে ওঠেন সকলে। চারিদিক মুখরিত হয়ে ওঠে ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে। ভারতীয় সেনা বাহিনী জিন্দাবাদ  ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ এর স্লোগানও শোনা যায় বিমানবন্দরে। বিদেশমন্ত্রী জয়শংকরকেও ধন্যবাদ দিতে ভোলেন নি সুদানের ভারতীয়রা।প্রত্যেকের মুখে মোদীজীর প্রশংসা। এমনকি হর হর মোদী বলতেও শোনা যায় আগত ভারতীয়দের গলায়।

সংবাদ সংস্থা এএনআই-কে সুদান থেকে দেশে ফেরা এক ভারতীয় মহিলা বলেছেন, “ভারত সরকার আমাদের অনেক সাহায্য করেছে। আমরা যে নিরাপদে দেশে পৌঁছেছি এটা খুব বড় ব্যাপার। কারণ এটা অত্যন্ত বিপজ্জনক ছিল। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।”

সুরেন্দ্র সিং যাদব নামে আরেক ব্যক্তি বলেছেন, “আমি একটা তথ্যপ্রযুক্তির প্রকল্প নিয়ে সেখানে গিয়েছিলাম। যুদ্ধের জেরে আটকে পড়েছিলাম। ভারতীয় দূতাবাস এবং সরকার অনেক সাহায্য করেছে। জেদ্দায় এখনও প্রায় ১০০০ ভারতীয় আছেন। সরকার দ্রুত তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করছে।”

ভারতীয় নাগরিকদের দেশে পা রাখার ছবি টুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সঙ্গের ক্যাপশনে তিনি লিখেছেন, “ভারত তার নিজেদের মানুষকে স্বাগত জানাল। প্রথম উড়ানটি নয়া দিল্লিতে পৌঁছেছে। অপারেশন কাবেরী ৩৬০ জন ভারতীয় নাগরিককে স্বদেশে ফিরিয়ে নিয়ে আসল।”

 

সুদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সেই দেশ থেকে উদ্ধার করার অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন কাবেরী’।এই উদ্ধার অভিযান পরিচালনার জন্য সৌদির রাজধানী জেদ্দায় একটি বিশেষ কার্যালয়ও স্থাপন করেছে। প্রথমে প্রত্যেক ভারতীয়কে সুদান থেকে নৌবাহিনীর জাহাজে করে নিয়ে যাওয়া হচ্ছে জেদ্দায়। সেখান থেকে সামরিক মালবাহী বিমানে করে দেশে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয় নাগরিকদের। উদ্ধার অভিযানের তদারকি করতে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন বর্তমানে জেদ্দায় রয়েছেন।