শ্রীনগর, ১০ অক্টাবর: পাকিস্তান অধিকৃত কাশ্মীর (POK) থেকে এপাড়ে আগ্নেয়াস্ত্র চালান (Weapon consignment) রুখে দিল ভারতীয় সেনা (Indian Army)। শুক্রবার উত্তর কাশ্মীরের কেরান সেক্টরে মোতায়েন থাকা ভারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখা (এলওসি) থেকে অস্ত্র পাচারের জন্য জঙ্গিদের চেষ্টা ব্যর্থ করে দয়। বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তার মধ্যে রয়েছে ৪টি একে ৭৪ রাইফেল, আটটি ম্যাগাজিন, ২৪০টি বুলেট। পাকিস্তানি সেনার মদতেই জঙ্গিরা এপাড়ে অস্ত্র চালান করছিল।
গতকাল রাত সাড়ে ৮ টার দিকে নিয়ন্ত্রণ রেখায় কিষেণ গঙ্গা নদীর (Kishen Ganga river) তীরে জঙ্গিদের গতিবেগ শনাক্ত করে সেনার নজরদারি দল। কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখার একেবারে শেষ সীমায় রয়েছে এই নদী। জম্মু ও কাশ্মীর পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান শুরু করা হয়েছিল। রাত ১০টায় নজরদারি দল আবারও কয়েকজন জঙ্গির গতিবিধি শনাক্ত করে। ৩-৪ জন জঙ্গি টিউবের মাধ্যমে অস্ত্র চালান করার চেষ্টা করছিল। ভারতীয় সেনারা দ্রুত ওই এলাকায় পৌঁছে দুটি ব্যাগ উদ্ধার করে। যার মধ্যে ছিল চারটি একে ৭৪ রাইফেল, আটটি ম্যাগাজিন এবং শতাধিক গোলাবারুদ।আরও পড়ুন: Kulgam Encounter: কুলগামে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি
Troops detected movement on banks of Kishen Ganga River. Immediately, joint operation was launched with J&K Police. 2-3 terrorists were detected trying to transport some items in a tube tied to a rope from far bank of the river. Troops reached and recovered arms: Army Sources https://t.co/5vu2GeRFCU pic.twitter.com/l1YSS78Ecr
— ANI (@ANI) October 10, 2020
জিওসি চিনার কর্পসের জিওসি বিএস রাজু বলেন, "আমাদের সতর্ক বাহিনী নজরদারি ডিভাইসগুলি ব্যবহার করে পাচার হওয়া অস্ত্রের একটি চালান উদ্ধার করেছে। এর থেকে বোঝা যায় যে পাকিস্তানের উদ্দেশ্য একই রয়েছে। ভবিষ্যতেও আমরা তাদের এই খারাপ অভিসন্ধির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।"