অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে গত সপ্তাহ পর্যন্ত যুদ্ধ পরিস্থিতি অব্যাহত ছিল। তবে রবিবারের পর থেকে পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর সীমান্তবর্তী এলাকাগুলি আপাতত স্বাভাবিক ছন্দে ফিরছে। এই অবস্থায় জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) যে সমস্ত এলাকায় পাকিস্তানের সেনাদের গোলাবর্ষণ হয়েছিল, সেই সমস্ত এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এমনকী আহতও হয়েছে অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই সেই এলাকাগুলি পরিদর্শন করতে শুরু করেছেন সেনা জওয়ানরা।

বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছেন জওয়ানরা

গত বুধবার থেকে উপত্যকার সীমান্তবর্তী এলাকাগুলি ঘুরে দেখা শুরু করেছেন তাঁরা। বৃহস্পতিবারও পুঞ্চ, রাজৌরির বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। এদিন পুঞ্চে বেশ কয়েকটি পরিবারের দেওয়া হয় রেশন সামগ্রী। সেই সঙ্গে তাঁদের ক্ষয়ক্ষতি কতটা পরিমাণে হয়েছে, তাও খতিয়ে দেখলেন তাঁরা।

ভারতীয় সেনাদের কাজে গর্বিত স্থানীয়রা

স্থানীয় বাসিন্দাদের মধ্যে একজন বলেন, যে সময় পাকিস্তানের সেনারা হামলা চালাচ্ছিল, তাঁর আগে আমাদের সেনারা ঘরে ঘরে গিয়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমরা যাইনি। বরং আমরা এখানে থেকে জওয়ানদের সাহায্য করেছি। যদিও ভারতীয় সেনা জওয়ানদের জন্যই আমরা সুরক্ষিত রয়েছি। সেই কারণে তাঁদের অনেক ধন্যবাদ।