Indian Army. (Photo Credit: X@airnewsalerts)

নয়াদিল্লিঃ ‘অপারেশন মহাদেব(Operation Mahadev)’র পর এবার ফের ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর (Jammu Kashmir) পুলিশের বড় সাফল্য। সেনার গুলিতে খতম দুই জঙ্গি। জানা গিয়েছে, বুধবার ভোরে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার দিগওয়ার সেক্টর ধরে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে বেশ কয়েকজন জঙ্গি। সেই সময়ই জঙ্গিদের সঙ্গে যৌথবাহিনীর গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষস্থল থেকে উদ্ধার তিনটি অত্যাধুনিক রাইফেল। বাকি জঙ্গিদের খোঁজে পুঞ্চ এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। এই অভিযানে পর সেনার তরফে দাবি, পহেলগাঁও জঙ্গি হানার পর থেকেই জম্মু-কাশ্মীর জুড়ে শুরু হয় ‘অপারেশন শিবশক্তি।’

পুঞ্চে সেনার যৌথ অভিযান, নিকেশ ৩ জঙ্গি

বুধবার বেলায় 'হোয়াইট নাইট কর্পস'-এর তরফে এক্স হ্যান্ডেলে বলা হয়, "পুঞ্চ সেক্টরের ভারত-পাক সীমান্তে দুই ব্যক্তির গতিবিধি বেশ সন্দেহজনক ঠেকছিল। প্রথমে সেনারা তাদের লক্ষ্য করে গুলির চালায়। পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। প্রাথমিক ভাবে দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।" উল্লেখ্য, সোমবার শ্রীনগরের উপকণ্ঠে দাচিগ্রামের ঘন জঙ্গলে অভিযান চালিয়ে তিন জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। সোমবারেরএই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন মহাদেব।' এই অভিযানে নিকেশ হওয়া তিন জঙ্গি গত ২২শে এপ্রিল ঘটে যাওয়া পহেলগাঁও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এই বড় সাফল্যের জন্য ভারতীয় সেনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযানে ফের খতম ৩ জঙ্গি