শ্রীনগর: ফের ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর মানবিক মুখের দেখা মিলল। মরণাপন্ন অবস্থায় থাকা গর্ভবতী এক মহিলাকে (pregnant woman) হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করল ভারতীয় সেনা জওয়ানরা (Indian Army Jawans)। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) শ্রীনগরে (Srinagar)।
শ্রীনগর থেকে ভারতীয় সেনার জনসংযোগ আধিকারিক জানান, প্রচণ্ড তুষারপাতের (snowfall) ফলের শ্রীনগরে আসার ৭০১ নম্বর জাতীয় সড়ক) (NH 701 গত সাতদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। তাই জটিল পরিস্থিতির মধ্যে থাকা ওই গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করা হয়। পরে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভারতীয় সেনার মানবিক মুখের প্রশংসা করেছেন নেটিজেনরা। আরও পড়ুন: India-China Border Situation: সীমান্ত পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল, ভারত প্রসঙ্গে দাবির চিনের
#WATCH | J&K: Indian Army assists in air evacuation of a pregnant woman in critical condition in Srinagar. This was done as the only axis leading to better medical facilities at Srinagar via NH 701 was cut off due to incessant snowfall since the last 7 days: PRO Defence, Srinagar pic.twitter.com/nwuhIcKjzv
— ANI (@ANI) January 15, 2023