Photo Credits: ANI

নয়াদিল্লি: সীমান্ত পরিস্থিতি (Border situation) অনেকটাই স্থিতিশীল (quite stable)। ভারত (India) প্রসঙ্গে আমেরিকার (USA) মন্তব্যের জবাব দিতে গিয়ে একথা জানাল ভারতে অবস্থিত চিনা দূতাবাস (Chinese Embassy)।

রবিবার এপ্রসঙ্গে চিনা দূতাবাসের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ভারত ও চিন (China) দুই দেশই কূটনৈতিক (Diplomatic) ও সেনা (Military) আধিকারিকদের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত সমস্যা মেটাতে সদা তৎপর রয়েছে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে উভয়পক্ষই একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছে।

ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, বর্তমানে চিন ও ভারতের মধ্যে সীমান্ত পরিস্থিতি সবদিক থেকে স্থিতিশীল রয়েছে। দুপক্ষই মসৃণ ও ইতিবাচক ভাবে কূটনৈতিক ও সেনা চ্যানেলের মাধ্যমে আলোচনা চালাচ্ছে। দুই দেশের মধ্যে থাকা সীমান্ত এলাকাগুলিতে যাতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে তার চেষ্টা চলছে।

সম্প্রতি আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রদপ্তর থেকে মুখপাত্র একটি বিবৃতি প্রকাশ করেন। তাতে ভারতের সঙ্গে থাকা সীমান্ত এলাকাগুলিতে চিনের পরিকাঠামো তৈরি ও সেনা সমাবেশ নিয়ে কটাক্ষ করা হয়। ভারতের সীমান্তে বেজিংয়ের এই তৎপরতা ভালো লক্ষণ নয় বলেও মন্তব্য করে তারা।

রবিবার তারই জবাবে চিনের রাষ্ট্রদূত জানায়, কোনও রকম তথ্য প্রমাণ ছাড়াই ভারত ও চিন সীমান্ত নিয়ে চিনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছে আমেরিকা।  ভৌগলিকভাবে কাছাকাছি না থেকেও অন্য দুটি দেশের সম্পর্কের মধ্যে আঙুল তোলার অধিকার তৃতীয় একটি দেশকে কে দিল? চিনের তরফে এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। সীমান্ত সংক্রান্ত বিষয়টি ভারত ও চিনের। দুটি দেশেরই আলোচনার মাধ্যমে বিষয়টি মেটানোর ইচ্ছা ও ক্ষমতা রয়েছে। আমরা আশা করব আমেরিকা এমন কাজ করবে যাতে এই অঞ্চলের শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকে।