Anup Jalota (Photo Credit: Instagram)

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি: ভারতবর্ষকে (India) হিন্দু (Hindu) রাষ্ট্রে পরিণত করা উচিত। এবার এমনই মন্তব্য করলেন গজল সম্রাট অনুপ জালোটা (Anup Jalota)। যতক্ষণ না পর্যন্ত ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা হচ্ছে, ততক্ষণ এ বিষয়ে কারও কোনও মাথা ব্যথা নেই। শুধু তাই নয়, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা হলে, তবেই জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদের ঘটনা কমবে। সেখানে শান্তি ফিরবে বলে মন্তব্য করেন গজল কিং।

সম্প্রতি অনুপ জালোটার একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে অনুপ জালোটাকে বলতে শোনা যায়, স্বাধীনতার সময় হিন্দুস্তান, পাকিস্তান পৃথক হয়ে যায়। মুসলিম অধিকৃত দেশ হওয়ায় পাকিস্তানকে ইসলামিক দেশ হিসেব ঘোষণা করা হয়। ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়নি। তখন হয়নি, এখন হোক বলে দাবি করেন অনুপ জালোটা। ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তাই এই দেশকে হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক বলে দাবি করেন অনুপ জালোটা। দেখুন অনুপ জালোটার ভিডিয়ো...