CoronaVirus Spreads In India (Photo Credit: Twitter/ANI)

নতুন দিল্লি, ২ মে: আইসিএমআর এটা চতুর্থ ঢেউ না বললেও উদ্বেগ যাচ্ছে না। মে-র শুরুতেও দেশে করোনা ভাইরাসে (Corona Virus) দৈনিক সংক্রমণ ৩ হাজারের উপরে থাকল। পাশাপাশি দৈনিক সংক্রমণের হারও অনেকটা বাড়ল। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ৩১৫৭ জন। তার আগের দিনে সংখ্যাটা কিছুটা কম হলেও সংক্রমণের হার বাড়ায় উদ্বেগ থাকল। সংক্রমণের হারের মত কোভিডে (Covid-19) দৈনিক মৃত্যুও বাড়ল। গত ২৪ ঘণ্টায় সারা ভারতে করোনার কারণে মারা গিয়েছেন ২৬ জনের।

করোনায় গত ২৪ ঘণ্টায় পশ্চিমনঙ্গে এক জন মারা গিয়েছেন। করোনায় দৈনিক মৃত্যুতে সবার আগে কেরল (২১ জন)। দেশে কোভিডে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৯,৫০০। তবে ভাল খবর হল গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৭২৩ জন। আরও পড়ুন: হায়দরাবাদ বিমানবন্দরে দুই যাত্রীর থেকে ৯০ লাখ টাকার সোনা উদ্ধার

দেখুন টুইট

ভারতে সংক্রমণের তালিকা শীর্ষে রয়েছে দিল্লি (১,৪৮৫)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে হরিয়ানা (৪৭৯) ও কেরল (৩১৪)। চতুর্থ ঢেউ আসা নিয়ে জল্পনার মাঝে ভারতে টিকাকরণ দ্রুততার সঙ্গে চলেছে। ভারতে এখনও পর্যন্ত মোট ১৮৯ কোটি ২৩ লক্ষ ৯৮ হাজার ৩৪৭ টিকাকরণ হয়েছে।