খলিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পন্নুন (Gurpatwant Pannun) হত্যার চেষ্টার মামলায় জড়িত থাকার অভিযোগে ভারতীয় গুপ্তচর সংস্থা 'র'এর (RAW) প্রাক্তন কর্তা বিকাশ যাদবকে দিল্লি পুলিশ (Delhi Police) গ্রেফতার করেছে, একাধিক সংবাদমাধ্যমে উঠে এসেছে সেই তথ্য। আমেরিকার মাটিতে নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা পন্নুনকে খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছিল 'র'এর প্রাক্তন কর্তা বিকাশের বিরুদ্ধে। শুক্রবার রাতে দিল্লি পুলিশের স্পেশাল সেল তোলাবাজি সংক্রান্ত একটি মামলায় বিকাশকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার আমেরিকার আদালতে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই বিকাশকে 'মোস্ট ওয়ান্টেড’ ঘোষণা করে তাঁর বিরুদ্ধে ‘সুপারি কিলার নিয়োগ’ ও ‘অর্থ নয়ছয়ের’ অভিযোগে চার্জ জমা করেছে। এফবিআই-এর অভিযোগ, এই পন্নুন হত্যাকাণ্ডে বিকাশকে সাহায্য করেছিল নিখিল গুপ্ত। নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিস নেতাকে খুনের জন্যে বিকাশ এবং নিখিল এক ব্যক্তিকে বরাত দিয়েছিল। পন্নুন হত্যার জন্যে 'কিলার'কে ১ লক্ষ টাকা দিয়েছিল তাঁরা। ওই ব্যক্তি আদতে এফবিআই-এর 'চর' ছিলেন। আগের গ্রেফতার হয়েছে নিখিল। বর্তমানে তিনি আমেরিকার জেলে বন্দি। পর শুক্রবার বিকাশের গ্রেফতারির পর নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

খলিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পন্নুন হত্যার চেষ্টায় ভারতের গুপ্তচর সংস্থা 'র'এর প্রাক্তন কর্তা বিকাশ যাদব জড়িত রয়েছে কিনা সেই তথ্য জানতে চেয়ে নরেন্দ্র মোদী সরকারকে চিঠি লিখেছে কংগ্রেস তৃণমূল সহ বিভিন্ন বিরোধী দলগুলো।

যদিও এফবিআই দ্বারা প্রকাশিত বিবৃতিতে আমেরিকার মাটিকে মার্কিন নাগরিকের হত্যাকাণ্ডে ভারত সরকারের কর্মচারীর নাম জড়ালেও সেখানে কথাও 'খলিস্তান’ বা ‘গুরুপতবন্ত সিংহ পন্নুন’ নামের উল্লেখ ছিল না।