নতুন দিল্লি, ১ সেপ্টেম্বর: গত ২৪ ঘণ্টায় প্রায় ৭০ হাজার নতুন করোনা আক্রান্তের (Coronavirus Cases In India) সঙ্গে সঙ্গেই ভারতে কোভিড রোগীর সংখ্যা এখন ৩৭ লাখ ছুঁই ছুঁই। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী ভারতে এখন মোট করোনা আক্রান্ত ৩৬ লাখ ৯১ হাজার ১৬৭ জন। এরমধ্যে সংক্রামিত ৭ লাখ ৮৫ হাজার ৯৯৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮ লাখ ৩৯ হাজার ৮৮৩ জন। এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৬৫ হাজার ২৮৮ জন। মহারাষ্ট্রের পর অন্ধ্রপ্রদেশই হল দ্বিতীয় রাজ্য যেখানে লাখেরও বেশি অ্যাক্টিভ কেস রয়েছে। মহারাষ্ট্র ভারতের করোনা বিধ্বস্ত রাজ্যের তালিকায় ধারাবাহিকতা বজায় রেখেছে। আরও পড়ুন-JEE Main 2020 Today: আজ শুরু জয়েন্টের পরীক্ষা, কোভিড-১৯ গাইডলাইন মেনে পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের ভিড়
আনলক ৪.০-তে মহারাষ্ট্র সরকার নতুন গাইড লাইন প্রকাশ করেছে। সেখানে মেট্রো রেল পরিষেবা, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকছে। যদিও ১০০ শতাংশ ক্যাপাসিটি নিয়ে হোটেল ও লজ খোলার অনুমতি মিলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বে তৃতীয় করোনা বিধ্বস্ত দেশ ভারত। ওয়ার্ল্ডো মিটারের রিপোর্ট বলছে বিশ্বে মোট করোনা আক্রান্ত ২ কোটি ৫৩ লক্ষ ৭৬ হাজার ৪৪২ জন। মৃত্যু মিছিলে শামিল ৮ লাখ ৫০ হাজার ৬৯ জনের মৃত্যু হয়েছে।
ভারতে ১ দিনে করোনার গ্রাসে ৬৯ হাজার ৯২১ জন
Single-day spike of 69,921 new positive cases & 819 deaths reported in India, in the last 24 hours.#COVID19 case tally in the country stands at 36,91,167 including 7,85,996 active cases, 28,39,883 cured/discharged/migrated & 65,288 deaths: Health Ministry pic.twitter.com/uQYh0ViARW
— ANI (@ANI) September 1, 2020
দেশজুড়ে বিরাট সংখ্যায় করোনা সংক্রমণের মধ্যেই আনলক ৪.০-র নতুন গাইড লাইন আজ থেকে বলবৎ হচ্ছে। এই নতুন গাইড লাইনে মেট্রোরেল পরিষেবা শুরু হতে পারে ৭ সেপ্টেম্বর থেকে। রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় সমাবেশের অনুমতি মিলবে, তবে ১০০-র বেশি জনের জমায়েত নিষিদ্ধ। এই আনলক ৪.০-র মূল লক্ষ্যই হল কনটেইনমেন্ট জোনের বাইরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ পুনরায় শুরু করা।