নতুন দিল্লি, ২৬ আগস্ট: বুধবার ৬৭ হাজার ১৫১ জন নতুন করোনা আক্রান্তকে নিয়ে ভারতে কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Tally in India) ৩২ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৫। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৯ জন। এই মুহূর্তে সংক্রামিত ৭ লাখ ৭ হাজার ২৬৭ জন। মঙ্গলবার সারাদিনে দেশে ১ হাজার ৫৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে মোট করোনার মৃত্যু মিছিলে শামিল ৫৯ হাজার ৪৪৯ জন। বুধবার আইসিএমআর জানিয়েছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দেশে মোট ৩ কোটি ৭৬ লাখ ৫১ হাজার ৫১২টি নমুনার করোনাভাইরাস টেস্ট হয়েছে।
শুধুমাত্র মঙ্গলবারেই ৮ লাখ ২৩ হাজার ৯৯২টি নমুনার কোভিড-১৯ টেস্ট হয়। এদিকে ৭ লাখ ৩ হাজার ৮২৩ জন সংক্রামিতকে নিয়ে দেশের মধ্যে ধারাবাহিকবাকে করোনা বিধ্বস্ত রাজ্যের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মঙ্গলবার ওই রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১০ হাজার ৪২৫ জন। গতকাল সেখানে করোনার বলি ৩২৯ জন। সবমিলিয়ে বারতের পস্চিমাঞ্চলের এই রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা মোট ২২ হাজার ৭৯৪। শুধু মুম্বইতেই মোট করোনা আক্রান্ত ১ লাখ ৩৭ হাজার ৬৭৮ জন। গত ২৪ ঘণ্টায় বাণিজ্য নগরীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫৮৭ জন। মুম্বইতে মঙ্গলবার করোনার গ্রাসে মৃত ৩৫ জন। সবমিলিয়ে ওই শহরে করোনার মৃত্যু মিছিলে শামিল ৭ হাজার ৪৭৪ জন। অন্যদিকে ৩ লাখ ৯১ হাজার ৩০৩ জন আক্রান্তকে নিয়ে দেশের দ্বিতীয় করোনা বিধ্বস্ত রাজ্য তামিলনাড়ু। মঙ্গলবার সারাদিনে সেখানে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৫ হাজার ৯৫১ জন। তবে দক্ষিণের এই রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থতার হার আশাজনক। সেখানে মোট সুস্থ ৩ লাখ ৩২ হাজার ৪৫৪ জন। আরও পড়ুন-Hillary Clinton: ‘যাই ঘটে যাক না কেন ৩ নভেম্বর রাতে হার স্বীকার করবেন না’, প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেনকে কী বললেন হিলারি ক্লিন্টন?
ভারতে ১ দিনে করোনা আক্রান্ত ৬৭ হাজার ১৫১ জন
India's #COVID19 case tally crosses 32 lakh mark with 67,151 fresh cases and 1,059 deaths in the last 24 hours.
The COVID-19 case tally in the country rises to 32,34,475 including 7,07,267 active cases, 24,67,759 cured/discharged/migrated & 59,449 deaths: Ministry of Health pic.twitter.com/pfoJqCg2FY
— ANI (@ANI) August 26, 2020
অন্ধ্রপ্রদেশে মোট করোনা আক্রান্ত ৩ লাখ ৭১ হাজার ৬৩৯ জন। নতুন করে করোনার বলি ৯২ জন। সবমিলিয়ে অন্ধ্রপ্রদেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৩ হাজার ৪৬০ জন। যদিও স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে ভারতে করোনায় মৃত্যুর হার ১.৮৪ শতাংশের নিচে নেমেছে। দেশে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৭৫.৯২ শতাংশ। এই মুহূর্তে সংক্রামিত ২২.২ শতাংশ। মঙ্গলবার স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেনছেন, ভারতে করোনায় মৃত্যুর হার ১.৮৪ শতাংশ। যা বিশ্বের নিরিখে অনেকটাই কম।