নতুন দিল্লি, ১২ আগস্ট: মঙ্গলবার সারাদিনে ভারতে করোনা আক্রান্ত (Coronavirus Cases in India) হলেন ৬০ হাজার ৯৬৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৮৩৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুয়ায়ী দেশে এই মুহূর্তে মোট করোনা আক্রান্ত ২৩ লাখ ২৯ হাজার ৬৩৯ জন। এখন সংক্রামিতর সংখ্যা ৬ লাখ ৪৩ হাজার ৯৪৮। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৩৯ হাজার ৫৯৯ জন। সুস্থদের মধ্যে একজন বিদেশি রয়েছেন, যাঁকে তাঁর দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৪৬ হাজার ৯১ জন। ভারতে করোনায় সুস্থতার হার বেড়ে হল ৭০.৩৭ শতাংশ। মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ২ শতাংশের নিচে। আরও পড়ুন-Chandigarh: করোনা কেড়েছে বাবার প্রাণ, খবর পেয়েই শকে প্রয়াত তরুণী মেয়ে
দেশে আজকের করোনাভাইরাস আক্রান্তের পরিসংখ্যান রিপোর্ট
Single-day spike of 60,963 cases and 834 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally rises to 23,29,639 including 643948 active cases, 1639600 cured/discharged/migrated & 46091 deaths: Ministry of Health pic.twitter.com/9GaPqxRm54
— ANI (@ANI) August 12, 2020
বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ব্রাজিল, তিন নম্বরে রয়েছে ভারত। একই ভাবে করোনায় মৃতের তালিকায় বিশ্বে পাঁচ নম্বরে রয়েছে আমাদের দেশ। আইসিএমআর এর তথ্য বলছে, মঙ্গলবার ১১ আগস্ট সবথেকে বেশি নমুনার করোনা টেস্ট হয়েছে। সংখ্যাটি হল ৭ লক্ষ ৩৩ হাজার ৪৩৯। এতগুলি নমুনার করোনা টেস্ট হয়েছে একই দিনে। ভারতে সবথেকে বেশি করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত ৫ লাখ ৩৫ হাজার ৬০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ওই রাজ্য়ে করোনার বলি ১৮ হাজার ৩০৬ জন। মঙ্গলবার সেখানে সুস্থতার হার ৬৮.৩৩ শতাংশ থেকে বেড়ে ৬৮.৭৯ শতাংশ হয়েছে। মহারাষ্ট্রে করোনায় মৃতের হার ৩.৪২ শতাংশ। রাজ্যে প্রায় সাড়ে তিন লাখ বাসিন্দা ইতিমধ্যেই করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েচেন। তাঁরা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।