নতুন দিল্লি, ৫ জুন: গতকাল নতুন করে দেশে করোনা আক্রান্ত (COVID-19 Cases) হয়েছেন ৯ হাজার ৮৫১ জন। মৃত্যু হয়েছে ২৭৩ জনের। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে সবমিলিয়ে দেশে এখন মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ২৬ হাজার ৭৭০ জন। যার মধ্যে ১ লক্ষ ১০ হাজার ৯৬০ জন এখন হাসপাতালে ভর্তি আছেন। যাঁরা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, নিজের দেশে ফিরেছেন, সেই সংক্যাটাও নেহাত হেলাফেলার নয়। সবমিলিয়ে করোনাকে হারিয়ে সুস্থতার সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৪৬১। একইভাবে দেশে করোনার মৃত্যুমিছিলে শামিল হয়েছেন ৬ হাজার ৩৪৮ জন। একইভাবে করোনা বিধ্বস্ততায় এগিয়েই রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭৭ হাজর ৭৯৩ জন।
সবমিলিয়ে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ৭১০। দিল্লিতেও হু হু করে বাড়ছে কোভিড রোগী। সেখানে মোট করোনা আক্রান্ত ২৫ হাজার ৪ জন। তামিলনাড়ুত করোনা রোগী রয়েছে ২৭ হাজার ২৫৬ জন। আরও পড়ুন-COVID-19 Cases In India: বৃহস্পতিবার সারা দিনে নতুন আক্রান্ত ৯,৮৫১ জন, ভারতে করোনা রোগীর সংখ্যা এখন ২ লক্ষ ২৬ হাজার ৭৭০
India reports 9,851 new #COVID19 cases & 273 deaths in the last 24 hours. Total number of cases in the country now at 2,26,770 including 1,10,960 active cases,1,09,462 cured/discharged/migrated and 6348 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/yGNag5tgP3
— ANI (@ANI) June 5, 2020
স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে দেশে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হার প্রায় ৫০ শতাংশ ছুঁই ছুঁই। তথ্য বলছে, দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার হার ৪৮.১৯ শতাংশ। একই ভাবে ভারতে করোনায় মত্যুর হারও লক্ষ্যণীয় ভাবে কমছে। এই মুহূর্তে শতাংশের বিচারে দেশে কোভিডে মৃত্যুর হার ৩-২.৮৩ শতাংশ। ওয়ার্ল্ডো মিটার নাম্বার্স অনুসারে বিশ্বের মধ্যে এই সময় করোনা আক্রান্ত দেশের তালিকার সপ্তমে রয়েছে ভারত। এর পরেই জার্মানি। অষ্টম স্থানে থাকা দেশটিতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৮৪ হাজার ৯২৩ জন। ভারত এখন করোনা আক্রান্তের বিচারে প্রায় ইটালিকে ছুঁয়ে ফেলেছে। যেখানে এই মুহূর্তে মোট কোভিড আক্রান্ত ২ লক্ষ ৩৪ হাজার ১৩ জন।