ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২০ সেপ্টেম্বর: দেশে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫৪ লাখের গণ্ডি। ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত ৯২ হাজার ৬০৫। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৩ জনের। দেশে মোট করোনা আক্রান্ত ৫৪ হাজার ৬২০। তার মধ্যে ১০ লাখ ১০ হাজার ৮২৪ জনের বর্তমানে চিকিৎসা চলছে। বাকি ৪৩ লাখ ৩ হাজার ৪৪ জন সুস্থ হয়েছেন। দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৭৫২ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

আসিএমআর জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৬ কোটি ৩৬ লাখ ৬১ হাজার ৬০টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে গতকালই হয়েছে ১২ লাখ ৬ হাজার ৮০৬টি নমুনার পরীক্ষা, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ। আরও পড়ুন: COVID-19 Vaccine Update: আগামী সপ্তাহ থেকে পুনেতে শুরু হবে অক্সফোর্ড ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৯ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৬১ হাজার। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৬১ হাজার ৪০০ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লাখ ৮৩ হাজার ৯৫৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৩৩৮ জন।