নতুন দিল্লি, ২৩ ডিসেম্বর: ওমিক্রন বাড়ছে হু হু করে। এই পরিস্থিতিতে দেশে নতুন কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) ৭ হাজার ৪৯৫ জন। একই দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৬ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৪৩৪ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৭৮ হাজার ২৯১ জন। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪২ লাখ ৮ হাজার ৯২৬ জন। এখনও পর্যন্ত করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৭৮ হাজার ৭৫৯ জন। এদেশে টিকাকরণের আওতায় এসেছেন ১৩৯ কোটি ৬৯ লক্ষ ৭৬ হাজার ৭৭৪ জন।
করোনার দৈনিক পরিসংখ্যান
India reports 7,495 new #COVID19 cases, 6,960 recoveries, and 434 deaths in the last 24 hours.
Active cases: 78,291
Total recoveries: 3,42,08,926
Death toll: 4,78,759
Total Vaccination: 1,39,69,76,774
Total number of #Omicron cases 236 pic.twitter.com/CVRFJu1mXS
— ANI (@ANI) December 23, 2021
বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৩৬। তার মধ্যে ১০৪ জন সুস্থ হয়েছেন। গুজরাটে গতকাল রাতেই আরও জনের শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে। পাঁচজন আমেদাবদে। ২ জন মেহসানায় ও বাকি ২ জন আনন্দের বাসিন্দা। সবমিলিয়ে সে রাজ্যে ২৩ জন ওমিক্রনের কবলে পড়েছেন। ১৯ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ওমিক্রন থাবা বসালেও এর জেরে গুজরাটে এখনও কোনও মৃত্যুর খবর নেই।