নতুন দিল্লি, ৪ অগাস্ট: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ১৩২। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে দেশে দৈনিক মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৬২ জনের। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৭৫৭ জনের।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে প্রায় ৬ হাজার। এখন দেশে চিকিৎসা চলছে ৪ লাখ ১০ হাজার ৩৫৩ জনের। আরও পড়ুন: Tokyo Olympics: অলিম্পিক কুস্তির সেমিফাইনালে রবি কুমার দহিয়া ও দীপক পুনিয়া
India reports 42,625 new #COVID19 cases, 36,668 discharges & 562 deaths in last 24 hours as per Union Health Ministry
Total cases: 3,17,69,132
Total discharges: 3,09,33,022
Death toll: 4,25,757
Active cases: 4,10,353
Total Vaccination: 48,52,86,570 (62,53,741 in last 24 hours) pic.twitter.com/eVeNxdlclt
— ANI (@ANI) August 4, 2021
সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ কোটি ২ লাখ ৫৯ হাজার ২০৩ জন। মৃত্যু হয়েছে ৪২ লাখ ৫৮ হাজার ৬৭৯ জনের। সুস্থ হয়েছেন ১৮ কোটি ৫ লাখ ৩০ হাজার ৩৪৭ জন।