অলিম্পিক কুস্তির সেমিফাইনালে উঠলেন ভারতের রবি কুমার দহিয়া ও দীপক পুনিয়া। ৫৭ কেজি বিভাগে বুলগেরিয়ার জর্জি ভ্যাঙ্গেলভের বিরুদ্ধে জয় পেয়েছেন রবি। অন্যদিকে ৮৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে চিনের লিন জুশেনকে হারিয়েছেন দীপক পুনিয়া।

সেমিফাইনাল বাউটে রবি কুমারের প্রতিপক্ষ কাজাখাস্তানের নুরিস্ল্যাম সানায়েভ। সেমিফাইনাল বাউটে জিতলেই টোকিওয় পদক জয় নিশ্চিত করবেন রবি।

সেমিফাইনালে দীপক ম্যাটে নামবেন আমেরিকার ডেভিড মরিস টেলরের বিরুদ্ধে। সেমিফাইনাল বাউট জিতলেই পদক নিশ্চিত করবেন দীপক।