Coronavirus Cases In India: বাড়ছে সংক্রমণ, দেশে নতুন করোনা রোগী ৪১ হাজার ৯৬৫ জন

তৃতীয় ঢেউয়ের গ্রাস ক্রমশ চওড়া হচ্ছে৷ হু হু করে বাড়ছে দৈনিক সংক্রমণ৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৪১ হাজার ৯৬৫ জন৷ মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পয়েছেন ৩৩ হাজার ৯৬৪ জন৷

দেশ Shammi Huda|
Coronavirus Cases In India: বাড়ছে সংক্রমণ, দেশে নতুন করোনা রোগী ৪১ হাজার ৯৬৫ জন
Coronavirus In India(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১ সেপ্টেম্বর: তৃতীয় ঢেউয়ের গ্রাস ক্রমশ চওড়া হচ্ছে৷ হু হু করে বাড়ছে দৈনিক সংক্রমণ৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৪১ হাজার ৯৬৫ জন৷ মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পয়েছেন ৩৩ হাজার ৯৬৪ জন৷ গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৪৬০ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৪৫৷ এই মুহূর্তে অ্যাক্টিভ রোগী ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জন৷ ও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ৬৪৪ জন৷ করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৩৯ হাজার ২০ জন৷ আরও পড়ুন-LPG Cylinder Price Hiked: মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা, ফের অগ্নিমূল্য রান্নার গ্যাস

গত জানুয়ারি থেকে মহামারী করোনাকে প্রতিহত করতে দেশ জুড়ে চলছে কোভিড টিকাকরণ৷   এখনও পর্যন্ত প্রতিষেধক পেয়েছেন ৬৫ কোটি ৪১ লাখ ১৩ হাজার ৫০৮ জন৷ শুধু গতকালই টিকা নিয়েছেন ১ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৭১৮ জন৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডাক্তার সৌম্য স্বামীনাথন বলেছেন, ২০২২-এর মধ্যে ভারতে করোনার প্রকোপ হালকা হয়ে আসবে৷   আর মহামারীর পর্যায়ে থাকবে না কোভিড-১৯ ভাইরাস৷ এদিকে ডেল্টা প্রজাতির থাবায় দক্ষিণ আফ্রিকার বিপর্যস্ত অবস্থায সেখানে সংক্রমণ বেড়েই চলেছে৷ তবে টিকাকরণ শুরু হওয়ায় করোনাকে প্রতিরোধ করার ক্ষমতা জনসাধারণের শরীরে থাকবে বলেই মনে করছেন সেদেশের বিজ্ঞানীরা৷

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change
শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change
  • লেখক