ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৯ মার্চ: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৩৯ হাজার ৭২৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৫৪ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১৫ লাখ ১৪ হাজার ৩৩১। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ২ লাখ ৭১ হাজার ২৮২ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৬৭৯ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৩৭০ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)।

ICMR জানিয়েছে, গতকাল পর্যন্ত ২৩ কোটি ১৩ লাখ ৫৪৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে গতকাল ১০ লাখ ৫৭ হাজার ৩৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে। আরও পড়ুন: Madhya Pradesh: কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলনস্থানেই ছেলের বিয়ে দিলেন কৃষক নেতা

বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ এবং আক্রান্ত ১২ কোটি ২৩ লাখ। আজ সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ৪৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ২ হাজার ৪৭৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৬৪০ জন।