নতুন দিল্লি, ৮ অগাস্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা (COVID-19 ) আক্রান্ত হলেন ৩৯ হাজার ৭০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৯১ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯১০ জন। স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লাখ ৩৪ হাজার ৪৫৫ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৪ লাখ ৬ হাজার ৮২২ জনের। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৭৭১ জন। করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ২৭ হাজার ৮৬২ জন।
এদিকে এখনও পর্যন্ত দেশে ৫০ কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ৫০ কোটি ৬৮ লাখ ১০ হাজার ৪৯২ ডোজ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল ৫৫ হাজার ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে। আরও পড়ুন: Madhya Pradesh: খেলতে খেলতে কুয়োয় পড়ে মৃত্যু হল ৩ বছরের শিশুর
India’s cumulative #COVID19 vaccination coverage has exceeded 50.68 Cr. A total of 55,91,657 vaccine doses were administered in the last 24 hours, as per the 7 am provisional report today: Union Health Ministry
(File pic) pic.twitter.com/ujF74vY4qZ
— ANI (@ANI) August 8, 2021
বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৭৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২ লাখ ৯৯ হাজার ৫০২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ২২ লাখ ৯৪ হাজার ৭৩৮ জন।