নতুন দিল্লি, ১৪ অগাস্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৩৮ হাজার ৬৬৭ জন। যা গতকালের চেয়ে ৩.৬ শতাংশ কম। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৭৪৩ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী দেশে শনিবার পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৫৬ হাজার ৪৯৩। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ৩৮ হাজার ৮৮ জন। বর্তমানে চিকিৎসা চলছে ৩ লাখ ৮৭ হাজার ৬৭৩ জনের। করোনায় প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩০ হাজার ৭৩২ জন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে মোট ৫৩ কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৯০৩ ডোজ টিকা দেওয়া হয়েছে।
দেশের রাজ্যগুলির মধ্যে কেরলেই এখন সবচেয়ে বেশি করোনা আক্রান্ত। গতকাল প্রায় ২১ হাজার জন ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১২১ জনের। কেরলের পরেই রয়েছে মহারাষ্ট্র। এদিকে এই রাজ্যে ডেল্টা প্লাস রূপে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। গোটা রাজ্যে ডেল্টাতে আক্রান্তের সংখ্যা ৬৬। ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ডেল্টা প্লাসে মোট আক্রান্তদের মধ্যে সাতজনের বয়স ১৮ বছরের কম। আরও পড়ুন: COVID-19 In Maharashtra: মহারাষ্ট্রে ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫, মোট আক্রান্ত ৬৬
এদিকে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৬৮ জন। মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৩ লাখ ৫৭ হাজার ২৪০ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ২০৪ জন। মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৬৯ লাখ ৮ হাজার ২৮২ জনে।