Coronavirus Cases In India: দেশে দৈনিক সংক্রমণ ৪০ হাজার ছুঁই ছুঁই, চিন্তায় ফেলেছে অজানা জ্বর
Coronavirus In India(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৭ সেপ্টেম্বর: কোভিড যেন অপ্রতিরোধ্য৷ কাল কমলেই আজ তার থাবা আরও বড় আকারে পড়ছে৷ অতিমারীর গ্রাস থেকে রেহাই মেলার সুযোগ বড়ই ক্ষণস্থায়ী৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৩৪ হাজার ৪০৩ জন৷ বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৩৭ হাজার ৯৫০ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৩ লাখ ৩৯ হাজার ৫৬টি৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ৪২৪ জন৷ এখনও পর্যন্ত ৭৭.২৪ কোটি জনতা কোভিডের টিকা নিয়েছেন৷

ভারতে করোনার দৈনিক  পরিসংখ্যান

আরও পড়ুন-Vishwakarma Puja 2021: বিশ্বকর্মা পুজো উপলক্ষে আত্মীয় স্মজনকে পাঠিয়ে দিন এই শুভেচ্ছা বার্তা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ১ বিলিয়নেরও বেশি কোভিড প্রতিষেধক ব্যবহৃত হয়েছে৷ শুধু ভারতেই এখনও পর্যন্ত করোনা প্রতিষেধকের আওতায় এসেছেন ৭৬ কোটি ৫৭ লাখ ১৭ হাজার ১৩৭ জন৷ গতকালকের তথ্য অনুযায়ী এই এত সংখ্যক জনতা প্রথম ও দ্বিতীয় দুটি ডোজই পেয়েছে৷ তবে বাচ্চাদের মধ্যে আচমকাই অজানা জ্বরের প্রবণতা বেড়েছে৷   প্রতি রাজ্য থেকে এই খবর আসছে৷ একইভাবে কেরালার কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি চিন্তায় ফেলেছে স্বাস্থ্য মন্ত্রককে৷ তৃতীয় ঢেউয়ের গ্রাস যে ক্রমশ চেপে বসছে, তা বলাই বাহুল্য৷