নতুন দিল্লি, ২৭ জানুয়ারি: করোনার তাড়ণা যেন কমেও কমছে না। বুধবার সারাদিনে দেশে নতুন করে মারণ রোগে আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ২ লাখ ৮৬ হাজার ৩৮৪ জন। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৩ লাখ ৬ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৫৭৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্ত দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২২ লাখ ২ হাজার ৪৭২। পজিটিভিটি রেট ১৯.৫৯ শতাংশ। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১৬৩ কোটি, ৮৪ লাখ ৩৯ হাজার ২০৭ জন।আরও পড়ুন- Lionel Messi On Instagram: ৩০০ মিলিয়ন ফলোয়ার, এবার ইনস্টাতে অনুরাগীদের ধন্যবাদ দিলেন লিওনেল মেসি
করোনার দৈনিক পরিসংখ্যান
India reports 2,86,384 new #COVID19 cases, 573 deaths and 3,06,357 recoveries in the last 24 hours
Active case: 22,02,472 (5.46%)
Daily positivity rate: 19.59%
Total Vaccination : 1,63,84,39,207 pic.twitter.com/NKqlGIVaD6
— ANI (@ANI) January 27, 2022
কমেও যেন কমছে না অতিমারি। কোভিডে কাহিল গোটা বিশ্ব। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। তবে জানুয়ারির প্রথম দিকের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দিল্লি, পশ্চিমবঙ্গে কমেছে সংক্রমণ। মহারাষ্ট্রের পরিস্থিতি আগের থেকে ভালো। ধীরে ধীরে খুলছে স্কুল কলেজ। ওমিক্রন থাবা বসালেও সেভাবে খাপ খুলতে পারেনি। সর্দিজ্বর কাটিয়ে মানুষ কাজে ফিরছে। তবে সামনে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন, তাই ভয় একটা থেকেই যাচ্ছে।