নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২৮ হাজার ৩২৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৬০ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩২ জন। মোট আক্রান্তের মধ্যে ১৬ হাজার ৬৭১ জন কেরলের। কেরলে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২০ জনের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে ৩ লাখ ৩ হাজার ৪৭৬ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ২ হাজার ৩৫১ জন। করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৯১৮ জন।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ৮৫ কোটি ৬০ লাখ ৮১ হাজার ৫২৭ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল প্রায় সাড়ে ৬৮ লাখ ডোজ দেওয়া হয়েছে। আরও পড়ুন: West Bengal Weather Update: কয়েক ঘণ্টা পড়ই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গুলাব, কলকাতা-সহ জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা
আজ সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৫৭ হাজার ৩৪৬ জনের। আর এখনও মোট আক্রান্ত ২৩ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৯৬৮ জন। সুস্থ হয়েছেন ২০ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৯৯৮ জন।