নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর: টানা ৫ দিন ধরে ৩০ হাজারের আগে পিছে থাকার পর বেশ খানিকটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ (Coronavirus cases In India)৷ গতকাল সারাদিনে নতুন করে মারণ রোগের কবলে পড়লেন ২৬ হাজার ১১৫ জন৷ সোমবার সারদিনে কোভিডের বলি ২৫২ জন৷ একদিনে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৩৪ হাজার ৪৬৯ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশের মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৩৫ লাখ ৪ হাজার ৫৩৪ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ রোগী ৩ লাখ ৯ হাজার ৫৭৫ জন৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৫৭৪ জন৷ আরও পড়ুন-ENG vs PAK series Cancel: নিরাপত্তা জনিত দুশ্চিন্তা, অক্টোবরে পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
ভারতে করোনার দৈনিক পরিসংখ্যান
India reports 26,115 new #COVID19 cases, 252 deaths & 34,469 recoveries in last 24 hrs, says Health Ministry
Total Cases: 3,35,04,534
Total Active cases: 3,09,575
Total Recoveries: 3,27,49,574
Total Death toll: 4,45,385
Total vaccination: 81,85,13,827 (96,46,778 in 24 hrs) pic.twitter.com/CzL8Ugj7lq
— ANI (@ANI) September 21, 2021
তৃতীয় ঢেউকে ভয়াবহ আকার নেওয়ার আগেই রুখে দিতে চায় দেশ৷ তাই গণহারে চলছে টিকাকরণ৷ গতকাল ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে কোভিড প্রতিষেধক পেয়েছেন ৮১ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৮২৭ জন৷ শুধুমাত্র গতকাল ৯৬ লাখ ৪৬ হাজার ৭৭৮ জন টিকাকরণের আওতায় এসেছেন৷ মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক-সহ বেশ কয়েকটি রাজ্যে তৃতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে৷ বাড়ছে সংক্রমণ৷ ডেল্টা ও ডেল্টাপ্লাস রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী৷ আগামী নভেম্বর পর্যন্ত সবাইকে কোভিড বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)৷