লন্ডন, ২১ সেপ্টেম্বর: কয়েকদিন আগেই পাকিস্তানে (Pakistan) ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ বাতিল করে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ডের ক্রিকেট দল৷ ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে এসেও শুধু নিরাপত্তার কারণে সিরিজ বাতিল করে কিউয়িরা৷ এবার নিউজিল্যান্ডের পথে হাঁটল ইংল্যান্ড৷ আগামী অক্টোবরে ইংল্যান্ডের পুরুষ ও মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফর ছিল তবে তা আগেভাগেই বাতিল করে দিল সেদেশের ক্রিকেট বোর্ড৷ অক্টোবরের মাঝামাঝিতে পাকিস্তানে ইংল্যান্ডের পুরুষ দলের দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল৷ সেই সঙ্গে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ইংল্যান্ডের (England) মহিলা দলের তিনটি ওয়ানডে ম্যাচ হওয়ার কথা৷ তবে সেসব কিছুই বাতিল হয়েছে (ENG vs PAK series Cancel)৷ আরও পড়ুন-BJP: সভাপতির পদ হারালেন দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি-র দায়িত্বে এবার সুকান্ত মজুমদার
"We can confirm that the Board has reluctantly decided to withdraw both teams from the October trip."
🇵🇰 #PAKvENG 🏴
— England Cricket (@englandcricket) September 20, 2021
যেদিন রাওয়ালপিণ্ডির মাঠে না গিয়ে কিউয়িরা আচমকা সিরিজ বাতিলের ঘোষণা করে, সেদিন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বা ইসিবি (ECB) বিজ্ঞপ্তি দিয়ে জানায়, “আমরা নিউজিল্যন্ডের সিদ্ধান্তের কথা জানি। আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা দল গোটা পরিস্থিতি বুঝতে পাকিস্তানে রয়েছে। আমরা তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। ৪৮ ঘন্টার মধ্যে আমরা আমাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেব।”
England have withdrawn from their men’s and women’s tour of Pakistan.
Details 👇
— ICC (@ICC) September 20, 2021
জানা গেছে, নিউজিল্যান্ডের ক্রিকেট দলের নিরাপত্তা দেখভালের দায়িত্ব যে সংস্থার কাছে রয়েছে, সেই সংস্থাই ইসিবির নিরাপত্তা উপদেষ্টা৷ সুতরাং পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের ক্রিকেট দলের নিরাপত্তা যদি না থাকে, তাহলে ইংল্যান্ডের ক্রিকেট দলেরও থাকা উচিত নয়৷ কারণ সংস্থা যখন এক তখন এক যাত্রায় পৃথক ফল হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ তাই ইসিবি জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত দুশ্চিন্তার কারণেই পাকিস্তানে ইংল্যান্ড সফর বাতিল হল৷