নতুন দিল্লি, ২০ এপ্রিল: ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (COVID19) আক্রান্ত হলেন ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬১ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৬১ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৯ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ২০ লাখ ৩১ হাজার ৯৭৭ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৮ হাজার ৫৮২ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার ৫৩০ জনের।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে ১২ কোটি ৭১ লাখ ২৯ হাজার ১১৩ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। আইসিএমআর (ICMR) জানিয়েছে, গতকাল পর্যন্ত ২৬ কোটি ৯৪ লাখ ১৪ হাজার ৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আরও পড়ুন: Covid-19 Vaccines: ভ্যাকসিনে ১০ শতাংশ আমদানি শুল্ক নেবে না কেন্দ্রীয় সরকার
এদিকে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ২৬ লাখের বেশি ছাড়াল। এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৬৭০ জন। মৃত্যু হয়েছে ৩০ লাখ ৪২ হাজার ৮৪৩ জন। মোট সুস্থ হয়েছেন ১২ কোটি ১১ লাখ ৯২ হাজার ৯১৮ জন।