নতুন দিল্লি, ৩০ সেপ্টেম্বর: আশার আলো জ্বলতে না জ্বলতেই ফের নিভল৷ দেশের দৈনিক করোনা সংক্রমণ (Coronavirus Cases In India) পুনরায় ২০ হাজার টপকে গেল৷ বুধবার সারাদিনে নতুন করে কোভিডের কবলে পড়লেন ২৩ হাজার ৫২৯ জন৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮ হাজার ৭১৮ জন৷ বেড়েছে মৃত্যুও৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৩১১ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ২০ জন৷ সবমিলিয়ে দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৯৮০ জন৷ করোনাকে জয় করেছেন ৩ কোটি ৩০ লাখ ১৪ হাজার ৮৯৮ জন৷ আরও পড়ুন-West Bengal Weather Update: নিম্নচাপের গেরো কাটিয়ে শরতের রোদ্দুর, স্বস্তিতে বঙ্গবাসী
ভারতে করোনার পরিসংখ্যান
India reports 23,529 new #COVID19 cases, 28,718 recoveries and 311 deaths in last 24 hours, as per Union Health Ministry
Active cases: 2,77,020
Total cases: 3,37,39,980
Total recoveries: 3,30,14,898
Death toll: 4,48,062
Total vaccination: 88,34,70,578 (65,34,306 in last 24 hrs) pic.twitter.com/BVeocY7t4j
— ANI (@ANI) September 30, 2021
দেশে করোনার বলি ৪ লাখ ৪৮ হাজার ৬২ জন৷ এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৮৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৫৭৮ জন৷ শুধু গতকাল ২৯ ডিসেম্বর বুধবার টিকাকরণের আওতায় এসেছেন ৬৫ লাখ ৩৪ হাজার ৩০৬ জন৷ দেশে সংক্রমণের হার কমতে না কমতেই ফের ঊর্ধ্বমুখী৷ সামনে একের পর এক উৎসব৷ এই সময় জনতা যাতে বাড়ির বাইরে বেরিয়ে কোভিড বিধি মেনে চলে, তাই আগেভাগে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কোভিড নিয়ন্ত্রণ বলবৎ রেখেছে কেন্দ্র৷ এই প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিবের মত, বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ বাড়ছে৷ তাই উৎসবের মরশুমে কোভিড বিধি মেনে পথে বেরতে হবে৷ কোনওভাবে নিয়ম লঙ্ঘন চলবে না৷ তাতে সংক্রমণের মাত্রা বাড়তে পারে৷ এজন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি৷ হাসপাতাল, বেড ও সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখে প্রস্তুত থাকতে বলা হয়েছে৷