নতুন দিল্লি, ১৩ অক্টোবর: ফের বাড়ল দৈনিক সংক্রমণ। সপ্তমীতে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ১৫ হাজার ৮২৩ জন। সবমিলিয়ে দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ১ হাজার ৭৪৩ জন। জাতীয় স্তরে কোভিড সুরক্ষার হার ৯৮.৬ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৫১ হাজার ১৮৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মারণ রোগের বলি ২২৬ জন। ভারতে দৈনিক করোনা সংক্রমণ গত ১৯ দিন ধরে ৩০ হাজারের নিচেই রয়েছে। গত ১০৮ দিনে ৫০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ। কমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। আরও পড়ুন- Viral: নবরাত্রিতে জন্ম নিল ২ মাথা ৩ চোখ বিশিষ্ট বাছুর, ভিডিও ভাইরাল
এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস ২ লাখ ৭ হাজার ৬৫৩টি। তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ কেস ৭ হাজার ২৪৭টি। মঙ্গলবার মোট ১৩ লাখ ২৫ হাজার ৩৯৯ জনের কোভিড টেস্ট হয়েছে। দেশে ৫৮ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার নমুনায় কোভিডের জীবাণু মিলেছে। যেখানে করোনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ। দেশে টিকাকরণ প্রক্রিয়ার অধীনে ৯৬.৪৩ কোটি ডোজ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। ২০২০-র ৭ আগস্ট ভারতের করোনা সংক্রমণ ২০ লাখ ছাড়িয়ে গিয়েছিল। ২৩ আগস্ট সেই সংখ্যা ৩০ লাখের গণ্ডী পেরোয়। ৫ সেপ্টেম্বর ৪০ লাখ সংখ্যাকেও টপকে যায় সংক্রমণ। ১৬ সেপ্টেম্বরে সেই পরিসংখ্যা ৫০ লাখের সীমাকেও অতিক্রম করে।
করোনার দৈনিক পরিসংখ্যান
India reports 15,823 new #COVID19 cases, 22,844 recoveries, and 226 deaths in last 24 hrs, as per Union Health Ministry
Total cases 3,40,01,743
Active cases: 2,07,653
Total recoveries: 3,33,42,901
Death toll: 4,51,189
Total vaccination: 96,43,79,212 (50,63,845 in last 24 hrs) pic.twitter.com/jIHJ73ddDT
— ANI (@ANI) October 13, 2021
একইভাবে ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ ছাড়িয়ে যায় দেশের করোনা সংক্রমণ। ১১ অক্টোবরে ৭০ লাখ ছাড়ায়। ২৯ অক্টোবরে ৮০ লাখ ছাড়ায়। ৯০ লাখ ছাড়িয়ে যায় ২০ নভেম্বর, ১৯ ডিসেম্বর ২০২০-তে দেশের মোট কোভিড রোগীর সংখ্যা ১ কোটি ছুঁয়ে এগিয়ে যায়। ২০২১-এর ৪ মে দেশের কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ছুঁয়ে ফেলে। চলতি বছরের ২৩ জুন সেই পরিসংখ্যান ৩ কোটি অতিক্রম করে।