Covid-19 Cases In India (File Photo)

নতুন দিল্লি, ২২ অক্টোবর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ১৫ হাজার ৭৮৬ জন। যা গতকালের চেয়ে ১৪ শতাংশ কম। একদিনে মৃত্যু হয়েছে ২৩১ জনের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে বর্তমানে ১ লাখ ৭৫ হাজার ৭৪৫ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৪৪৯ জন।

গতকালই ১০০ কোটি টিকাকরণের (Covid-19 Vaccinations) মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে ভারত (India)। এখনও পর্যন্ত দেশের মোট প্রাপ্তবয়স্ক জননসংখ্যার ৭৫ শতাংশ কমপক্ষে একটি ডোজ পেয়েছেন। ৩১ শতাংশের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে। এই মাসে দৈনিক গড়ে ৫০ লাখ করে টিকা দেওয়া হয়েছে।

১০০ কোটি টিকাকরণের মাইলস্টোন ছুঁতেই স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া (Mansukh Mandaviya) টুইট করছেন। তিনি লেখেন, "অভিনন্দন ভারত! এটা আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ফল।"