করোনাভাইরাস এক অনিশ্চিত এক মারণ রোগ, ফের প্রমাণিত হল। যখন ভাবছি, এবার বোধহয় মহামারী থেকে রেহাই মিলতে চলেছে, তখনই আশায় জল ঢেলে ফের তরতরিয়ে বাড়ছে সংক্রমণ। মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত ( Coronavirus Cases In India) হলেন ১১ হাজার ৯০৩ জন। একই সঙ্গে গতকাল করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১৪ হাজার ১৫৯ জন। তবে আশা জাগিয়ে নিত্য কমছে কোভিড রোগীর সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বুধবার দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ২০৯ টি। পরিসংখ্যান বলছে, ২৫২দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস। এতদিনে করোনাকে জয় করেছেন ৩ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৭৪০ জন। আরও পড়ুন- Uttarakhand: দীপাবলিতে ১০ কুইন্টাল ফুলের আবরণে বদ্রীনাথ, (দেখুন ভিডিও)
করোনার দৈনিক পরিসংখ্যান
India reports 11,903 new #COVID19 cases and 14,159 recoveries in last 24 hours; active caseload stands at 1,51,209 - lowest in 252 days
Total Recoveries 3,36,97,740 pic.twitter.com/qZjhGmhl9O
— ANI (@ANI) November 3, 2021
এদিকে আজই কোভিড ভ্যাকসিন হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেতে চলেছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন।ভারতে তৈরি এই প্রতিষেধকটির সম্পূর্ণ মূল্যায়নের পরেই এই শংসাপত্র দিচ্ছে WHO।