নতুন দিল্লি, ৭ জানুয়ারি: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ১ লাখ ১৭ হাজার ১০০ জন। একই সময়ে মৃত্য়ু হয়েছে ৩০২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০ হাজার ৮৩৬ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health Ministry) জানিয়েছে, গতকালের তুলনায় প্রায় ৩০ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। দেশে বর্তমানে ৩ লাখ ৭১ হাজার ৩৬৩ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৭১ হাজার ৮৪৫ জন। করোনা আক্রান্ত হয়ে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ১৭৮ জন।
শুক্রবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৭৭ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৮৭৬ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৬৫। আরও পড়ুন: Omicron: ডেল্টার তুলনায় কম গুরুতর হলেও ওমিক্রনে হালকা সংক্রমণ হচ্ছে না, জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
COVID19 | A total of 3,007 #Omicron cases were reported in 27 States/UTs of India so far. The number of persons recovered is 1,199: Union Health Ministry pic.twitter.com/RVmygx7wX1
— ANI (@ANI) January 7, 2022
এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৯ জন। গতকাল পর্যন্ত দেশে ১৪৯ কোটিরও বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে।