নতুন দিল্লি, ১৪ নভেম্বর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ১১ হাজার ২৭১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৮৫ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭৬ জন। মোট আক্রান্তের মধ্যে অর্ধের বেশি কেরলের। করলে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬৮ জনের। মৃত্যু হয়েছে ২৩ জনের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৩০৭ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ১ লাখ ৩৫ হাজার ৯১৮ জনের।
মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৮৫৯ জন। সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ। আর মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫৩০ জনের। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত ১১২ কোটি ১ লাখ ৩ হাজার ২২৫ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। আরও পড়ুন: Tathagata Roy On Jawaharlal Nehru: পরিবারের বংশানুক্রমিক শাসন প্রতিষ্ঠা করেছেন জওহরলাল নেহরু: তথাগত রায়
রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ১০ হাজার ৫৪৯ জন। আর এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৩৬ লাখ ৭২ হাজার ১১ জন। সুস্থ হয়েছেন ২২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ১৪৬ জন।