নতুন দিল্লি, ২১ নভেম্বর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ১০ হাজার ৪৮৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩১৩ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৩২৯ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, দেশে বর্তমানে ১ লাখ ২২ হাজার ৭১৪ জনের চিকিৎসা চলছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৪১৩ জন।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৩৭ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৬৬২ জনের। আর গতকাল পর্যন্ত ১১৬ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ২১০ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। আরও পড়ুন: TMC Leader Shot Dead At Canning: ক্যানিংয়ে বাড়ির সামনে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, এসএসকেএম হাসপাতালে মৃত্যু
#COVID-19 | India reports 10,488 new cases, 12,329 recoveries & 313 deaths in the last 24 hours, as per Union Health Ministry.
Total cases 3,45,10,413
Total recoveries 3,39,22,037
Death toll 4,65,662
Active cases 1,22,714
Total Vaccination: 1,16,50,55,210 pic.twitter.com/CImIcmfqTf
— ANI (@ANI) November 21, 2021
রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ৬৩ হাজার ৭৭ জন। আর এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৭৪ লাখ ৯ হাজার ৫৭৯ জন। সুস্থ হয়েছেন ২৩ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৬৮২ জন।