Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১০,৪৮৮ জন, মৃত্যু ৩১৩ জনের
Coronavirus. | File Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২১ নভেম্বর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ১০ হাজার ৪৮৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩১৩ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৩২৯ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, দেশে বর্তমানে ১ লাখ ২২ হাজার ৭১৪ জনের চিকিৎসা চলছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৪১৩ জন।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৩৭ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৬৬২ জনের। আর গতকাল পর্যন্ত ১১৬ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ২১০ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। আরও পড়ুন: TMC Leader Shot Dead At Canning: ক্যানিংয়ে বাড়ির সামনে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, এসএসকেএম হাসপাতালে মৃত্যু

রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ৬৩ হাজার ৭৭ জন। আর এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৭৪ লাখ ৯ হাজার ৫৭৯ জন। সুস্থ হয়েছেন ২৩ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৬৮২ জন।