ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১২ জানুয়ারি: ১২ হাজার ৫৮৪ জন নতুন করোনা আক্রান্তকে নিয়ে ভারতে কোভিড রোগীর সংখ্যা এখন ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার ১৭৯ জন। গতকাল সারাদিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৩৮৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে এখনও পর্যন্ত ভারতে করোনার বলি ১ লাখ ৫১ হাজার ৩২৭ জন। এদিন সকালেই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ফ্যাসিলিটি থেকে সাতসকালেই পুনে বিমানবন্দরে পৌঁছে গেল তিন ট্রাক করোনা প্রতিষেধক কোভিশিল্ড (Covishield)। এই বিমানবন্দর থেকে প্রতিষেধকের ডোজ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাবে। ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হবে টিকাকরণ প্রক্রিয়া। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিকাকরণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একথা বলেন। আরও পড়ুন-Dilip Ghosh Will Be Next CM: বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ, মুখ খুললেন সৌমিত্র খাঁ

গতকাল সারাদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৬৭ জনের। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ২ লাখ ১৬ হাজার ৫৮৫। এই প্রসঙ্গে অসমারিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, ৫৬.৫ লাখ ডোজের কোভিশিল্ডি নিয়ে পুনে থেকে এদিন এয়ারইন্ডিয়া, স্পাইসজেট ও ইন্ডিগোর নটি বিমান উড়বে দিল্লি, চেন্নাই, কলকাতা, গুয়াহাটি, শিলং, আমেদাবাদ, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, ভুবনেশ্বর, পাটনা, বেঙ্গালুরু, লখনউ, চণ্ডীগড়ে।