ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১০ সেপ্টেম্বর: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) এখন বিপদসীমার উপর দিয়ে চলেছে। বুধবার সারাদিনে দেশে নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৭৩৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে,গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১ হাজার ১৭২ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত এখন ৪৪ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ৯ লাখ ১৯ হাজার ১৮ জন সংক্রামিত। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩৪ লাখ ৭১ হাজার ৭৮৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৭৫ হাজার ৬২ জন। বৃহস্পতিবার আইসিএমআর এর রিপোর্ট বলছে, ৯ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত দেশে ৫ কোটি ২৯ লক্ষ ৩৪ হাজার ৪৩৩টি নমুনার করোনা টেস্ট হয়েছে। আরও পড়ুন- Pune: মধ্যরাতে জেল থেকে পলাতক করোনা আক্রান্ত ২ বিচারাধীন বন্দি, পুনেতে চাঞ্চল্য

ভারতে একদিনে সংক্রামিত লাখ ছুঁই ছুঁই

শুধু বুধবারেই আইসিএমআর এর তত্ত্বাবধানে ১১ লাখ ২৯ হাজার ৭৫৬ জনের করোনা টেস্ট হয়েছে। দেশের মধ্যে ধারাবাহিকভাবে করোনা বিধ্বস্ততার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। একদিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংক্যা সমস্ত পুরনো রেকর্ডকে ভেঙে দিয়েছে। গতকাল সারাদিনে মারাঠাভূমে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮১৬ জন। সবমিলিয়ে সেখানে মোট করোনা আক্রান্ত ৯ লাখ ৬৭ হাজার ৩৪৯ জন। স্বাস্থ্য অধিকর্তাদের মতে মহামারীর বিপর্যয়ে বিধ্বস্ত গোটা ভারত। বিশ্বে দ্বিতীয় করোনা আক্রান্ত দেশের তালিকায় জায়গা করে নিয়েছে অনেক দিন হল। ওয়ার্ল্ডো মিটারের রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ৬৫ লাখ ৫৪ হাজার ৪৭৫ জন। সেখানে করোনার বলি ১ লাখ ৯৫ হাজার ২৩৯ জন।