নতুন দিল্লি, ৯ জুলাই: একদিনে ভারতে সর্বাধিক করোনায় আক্রান্ত (COVID-19 Cases In India) হলেন ২৪ হাজার ৮৭৯ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, বুধবার সারাদিনে করোনায় দেশে মৃতের সংখ্যা ৪৮৭। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৭.৬৭ লক্ষ। এরমধ্যে সংক্রামিতর সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ৭৮৯। সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৭৬ হাজার ৩৭৮ জন। দেশের মহামারীতে এখনও পর্যন্ত মৃত ২১ হাজার ১২৯ জন। দেশের মধ্যে সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৩ হাজার ৭২৪। মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৪৮ জনের। করোনাভাইরাসের প্রাবল্যে দ্বিতীয় স্থানে থাকা রাজ্যটি হল তামিলনাড়ু। সেখানে মোট কোভিড রোগীর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৩৫০।
সংক্রমণের নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৪ হাজার ৮৬৪ জন। এদিকে এখনও পর্যন্ত আন্দামানে মোট সংক্রামিত ১৪৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭৭ জন। এখনও সংক্রমণের কবলে ৭২ জন। অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত ২২ হাজার ২৫৯ জন। মৃতের তালিকায় রয়েছেন ২৬৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ১০১ জন এবং সংক্রামিত ১০ হাজার ৮৯৪ জন। অরুণাচল প্রদেশ মোট করোনা রোগী ২৮৭ জন। ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে। এখনও সংক্রমণের শিকার ১৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৯ জন। অসমে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩৩৬ জন। মৃতের তালিকায় রয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৭২৯ জন। সংক্রমণের শিকার ৪ হাজার ৫৯১ জন। আরও পড়ুন-Kolkata: কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাঘুরি, দমদমে কোভিড রোগীর পরিবারের সঙ্গে প্রতিবেশীদের হাতাহাতি
India reports the highest single-day spike of 24879 new #COVID19 cases and 487 deaths in the last 24 hours. Positive cases stand at 767296 including 269789 active cases, 476378 cured/discharged/migrated & 21129 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/ZJJTLE1hVZ
— ANI (@ANI) July 9, 2020
বুধবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে দেশে মহামারী করোনাভাইরাসে সুস্থতার হার এখন ৬১. ৫ শতাংশ। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে ভারতের আগে রয়েছে শুধু ব্রাজিল আর আমেরিকা।