করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৫ জুন: সোমবার দেশে নতুন করে আক্রান্তর সংখ্যা (COVID-19 Cases) সমস্ত রেকর্ড ভেঙে ১১ হাজার ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গত রবিবার সারা দিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১১ হাজার ৫০২ জন। সবমিলিয়ে ভারতে মোট করোনা আক্রান্ত এখন ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হল ৯ হাজার ৫২০। গতকাল সারাদিনে ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ১ লক্ষ ৫৩ হাজার ১০৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৬৯ হাজার ৭৯৭ জন। আশার খবর এই যে, গত কয়েকদিনে ভারতে অন্তত ৫০ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন। বিশ্বের মধ্যে করোনায় মৃত্যুর যে হার তার সর্বনিম্নে রয়েছে ভারত।

এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের মধ্যে মৃতের হার ২.৮৬ শতাংশ। করোনা ত্রস্ত রাজ্যের মধ্যে ধারাবাহিকতা বজায় রেখেছে মহারাষ্ট্র। এই রাজ্যে ১ লক্ষ ৭ হাজার ৯৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে ৫৩ হাজারেরও বেশি মানুষ। তবে যাইহোক না কেন ৫০ হাজার ৯৭৮ জন সুস্থও হয়ে উঠেছেন। রাজ্যের করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৯৫০ জন। আরও পড়ুন-China: সোমবার চিনে নতুন করোনা আক্রান্ত ৪৯ জন, বেজিংয়ে জারি সতর্কতা

শুধু রাজ্যের রাজধানী মুম্বইতে আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। সেখানে মৃতের সংখ্যা প্রায় ২ হাজার ২০। রবিবার এই মর্মে বৃহন্মুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে যে ৯৯ শতাংশ ক্ষমতা নিয়ে কাজ করছে আইসিইউ। যার মধ্যে শহরের ৯৪ শতাংশ ভেন্টিলেশন কোভিড রোগীর জন্য ব্যবহৃত হচ্ছে। তামিলনাড়ু ও দিল্লিতে করোনার রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।