নতুন দিল্লি, ৬ জুলাই: হু হু করে বাড়ছে আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী ২৪ হাজার ২৪৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে করোনা রোগীর সংখ্যা (COVID-19 Cases In India) ৬ লক্ষ ৯৭ হাজার ছাড়িয়ে গেল সোমবার। সবমিলিয়ে দেশে মোট কোভিড আক্রান্ত ৬ লক্ষ ৯৭ হাজার ৪১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৪২৫ জন। সংখ্যার নিরিখে বিশ্বের মধ্য করোনা বিধ্বস্ত তিন নম্বর দেশটি এখন ভারত। এই মুহূর্তে সংক্রামিত রোগী ২ লক্ষ ৫৩ হাজার ২৮৭ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ২৪ হাজার ৪৩৩ জন। মৃত্যু মিছিলে শামিল ১৯ হাজার ৬৯৩ জন।
অন্যদিকে করোনা বিধ্বস্ততায় দেশের মধ্যে ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা রোগী ২ লক্ষ ছাড়িয়েছে। শুধুমাত্র তামিলনাড়ুতেই রবিবার আক্রান্ত হয়েছেন ৪ হাজার জন। মৃত্যু হয়েছে ৬০ জনের। সবমিলিয়ে ওই রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ১৫১ জন। মৃত্যু মিছিলে শামিল ১ হাজার ৫১০ জন। দিল্লিতে নতুন করোনা রোগীর সংখ্যা ২ হাজার ২৪৪। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৬৩ জন। সবমিলিয়ে রাজধানীতে মোট করোনা রোগী ৯৯ হাজার ৪৪৪ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৭ জনের। আরও পড়ুন- Odisha: কটকের ক্যানসার হাসপাতালে করোনার থাবা, গত ১০ দিনে আক্রান্ত ১০০-রও বেশি
India reports a spike of 24,248 new #COVID19 cases and 425 deaths in the last 24 hours. Positive cases stand at 6,97,413 including 2,53,287 active cases, 4,24,433 cured/discharged/migrated & 19,693 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/3iPDtPJyvN
— ANI (@ANI) July 6, 2020
তবে আশার খবর এই যে দেশে হু হু করে কোভিড সংক্রমণের সংখ্যা বাড়লেও সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে ভারতে করোনায় সুস্থার হার দাঁড়িয়েছে ৬০.৮৫ শতাংশে। ওয়ার্ল্ডো মিটারের রিপোর্ট অনুসারে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ১৫ লক্ষ ৫৯ হাজার ২১৩। তবে কোভিড রোগীর সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার পরেই আসছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত।