মণিপুর নিয়ে উত্তপ্ত সংসদ ভবন।শুধু সংসদ ভবনই নয় এই ইস্যুতে আওয়াজ তুলে সাসপেন্ড হওয়া বিরোধী দলের সাংসদ এখন সংসদের বাইরে থেকে আওয়াজ তুলছেন মণিপুর নিয়ে। আপ নেতা সঞ্জয় সিংকে সাসপেন্ড করা হয়েছে। সেই কারণে প্রতিবাদে সংসদ ভবনের বাইরেই ধর্ণা দিয়েছেন সঞ্জয় সিং সহ বিরোধী দলের নেতারা।
আজ চতুর্থ দিনে পড়ল সেই ধর্ণা। এদিন সঞ্জয় সিং জানান, "আজ চতুর্থ দিবসে পড়ল টিম ইন্ডিয়ার প্রতিবাদ এবং আমাদের দাবি এই যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে আসুন এবং মণিপুর ইস্যু নিয়ে কিছু বলুন, মণিপুর জ্বলছে এবং সাধারণ মানুষ ক্যাম্পে আশ্রয় নিচ্ছে।কিনম্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া টিমকে সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা করছেন এবং বলছেন ২০২৪ সালে তিনি ক্ষমতায় আসবেনযদি তিনি সামান্যতমও স্পর্শকাতরতা দেখাতে পারতেন "।
এমনিতেই জাতিগত হিংসার পর ধিকি ধিকি আগুন জ্বলছিল। তার ওপর মণিপুরে মহিলাকে নগ্ন করে ঘোরানো ঘটনা সেই আগুনে আরও ঘি ঢেলে দেয়। সারা দেশে সেই ঘটনার প্রতিবাদ জানাতে থাকে । উত্তপ্ত হয়ে ওঠে সাংসদ। তবে সেই ঘটনা সংসদে কেন আলোচনা করা হচ্ছে সেই বিষয় নিয়ে রীতিমতো ক্ষিপ্ত বিরোধীরা। অনেকেই বলছেন ভোটের সময় অন্যান্য জায়গায় যাওয়ার সুযোগ থাকলেও মণিপুরে ঘুরে আসার সুযোগ হয়না প্রধানমন্ত্রীর।
এই পরিস্থিতিে তাই কেন্দ্রের ওপর চাপ বাড়াতে সংসদের বাইরে থেকেই ধর্ণা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিরোধীপক্ষ। সামনেই লোকসভা নির্বাচন তার আগে যদি সরকার পক্ষকে যাতে চাপে রাখা যায় তার সর্বাত্বক চেষ্টা চালাচ্ছেন বিরোধীপক্ষ।
#WATCH | AAP MP Sanjay Singh says, "Today is the 4th day of team INDIA's protest & we have been demanding that PM Modi should come to the Parliament and speak on the Manipur issue...Manipur is burning and people are residing in relief camps. But PM Modi is comparing INDIA with… pic.twitter.com/2Q07AYaHY8
— ANI (@ANI) July 27, 2023