নতুন দিল্লি, ২৯ মে: চিনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির (Narendra Modi) মধ্যে কোনও বার্তালাপ হয়নি। একদিন পর ট্রাম্পের বক্তব্যকে অস্বীকার করল নয়াদিল্লি। গতকাল টুইট বার্তায় ট্রাম্প জানিয়েছিলেন তিনি ভারত চিনের মধ্যে তৈরি হওয়া সীমান্ত সমস্যা সংক্রান্ত বিষয়ে মধ্যস্থতা করতে রাজি আছেন। নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে। চিনের সঙ্গে তৈরি হওয়া এই সমস্যা নিয়ে একেবারেই ভাল মুডে নেই মোদি। এর উত্তরে এদিন বিদেশ মন্ত্রক জানায় প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এমন কোনও বার্তালাপ সাম্প্রতিক কালে হয়নি। এই দুই দেশের রাষ্ট্রপ্রধান শেষ বার্তালাপ করেছেন গত ৪ এপ্রিল, বিষয় ছিল হাইড্রক্সিক্লোরোকুইন।
পূর্ব লাদাখে তৈরি হওয়া সীমান্ত সমস্যা নিয়ে প্রত্যক্ষভাবে চিনের সঙ্গে যোগাযোগ রেকে চলেছে ভারত। বৃহস্পতিবারই একথা জানায় বিদেশ মন্ত্রক। দ্রুত যাতে এই সীমান্ত সমস্যা মিটে যায় তানিয়ে দুই দেশের মধ্যেই আলোচনা চলছে। এদিকে গত ২৮ মে চিন ও ভারতের মধ্যে সীমান্ত সংক্রান্ত সমস্যা মেটাতে মধ্যস্থতার ভূমিকা নিতে আগ্রহ দেখিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখনই তিনি বলেন এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথাও হয়েছে। তখনই তিনে বুঝেছেন চিনের সঙ্গে তৈরি হওয়া সীমান্ত সমস্যা নিয়ে ভাল মুডে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও পড়ুন- US Secretary On Chinese Students: ‘এখানে পড়তে এসে চিনা ছাত্ররা গুপ্তচরবৃত্তি করবে তা হবে না’, মুখ খুললেন মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও
#WATCH "We have a big conflict going on between India & China, 2 countries with 1.4 billion people & very powerful militaries. India is not happy & probably China is not happy, I did speak to PM Modi, he is not in a good mood about what's going on with China": US President Trump pic.twitter.com/1Juu3J2IQK
— ANI (@ANI) May 28, 2020
তখনই ট্রাম্প জানান, “ভারতের লোকজন আমায় পছ্ন্দ করে। আমার ধারণা এদেশে মিডিয়ার থেকে অনেক বেশি ভারতের মিডিয়া আমায় পছন্দ করে। এবং আমি মোদিকে পছ্ন্দ করি। আমি আপনাদের প্রধানমন্ত্রীকে খুব পছন্দ করি। তিনি খুব ভাল মানুষ। ভারত-ও চিন তাদের মধ্যে বড়সড় একটা দ্বন্দ্ব চলছে। এই দুটি দেশের প্রত্যেকটিতে ১.৪ বিলিয়ন লোক বসবাস করে। দুই দেশেরই সেনা খুবই শক্তিশালী। ভারত মোটেই এই ঘটনায় খুশি নয়। সম্ভবত চিনও খুশি নয়। চিনের সঙ্গে তৈরি হওয়া এই দ্বন্দ্ব নিয়ে মোদি খুশি নন। এটা আপনাদের আমি বলতেই পারি। তাঁর সঙ্গে আমার কথা হয়েছে।”