Independence Day Live Updates: ‘ শিক্ষা হোক বা বিজ্ঞান, দেশের মহিলারা শীর্ষে, আগামী ২৫ বছরে নারীদের বিশাল অবদান দেখতে পাচ্ছি’
Narendra Modi (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৫ অগাস্ট: “ভারতকে গণতন্ত্রের মা”, বললেন নরেন্দ্র মোদি  স্বাধীনতার (Independence Day) ৭৫ বছর উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে দেশজুড়ে পালিত হচ্ছে “আজাদিকা অমৃত মহোৎসব”। “হর ঘর তেরঙ্গা” অভিযানে দেশের কোণে কোণে আজ উড়ছে জাতীয় পতাকা।

  • শিক্ষা হোক বা বিজ্ঞান, দেশের মহিলারা শীর্ষে... খেলাধুলা হোক বা যুদ্ধক্ষেত্র, ভারতের মহিলারা এক নতুন সক্ষমতা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে। আমি আগামী ২৫ বছরে নারীদের বিশাল অবদান দেখতে পাচ্ছি। যা গত ৭৫ বছরের যাত্রাপথে সেভাবে দৃশ্যমান ছিল না।
  • দেশের দুর্নীতির বিরুদ্ধে আমাদের  একযোগে লড়াই করতে হবে।
  • পরিবারতন্ত্রের রাজনীতিতে পরিবারের লাভ হয়। দেশের কোনও উপকার হয় না। দেশ থেকে পরিবারতন্ত্রের রাজনীতি দূর করতে হবে। দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে।
  • ‘আজাদি মহোৎসব'-এর সময় আমরা আমাদের অনেক জাতীয় বীরদের স্মরণ করেছি। ১৪ আগস্ট আমরা দেশভাগের ভয়াবহতার কথা স্মরণ করি। আজ, দেশের সেই সমস্ত নাগরিকদের স্মরণ করার দিন যারা এই ৭৫ বছরে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবদান রেখেছেন।
  • মহিলাদের পাশে থাকুন, দেশের উন্নয়নে মহিলাদের সম্মান করা অত্যন্ত জরুরি।
  • আগামী ২৫ বছরে উন্নয়নশীল থেকে উন্নত হবে দেশ।
  • বিদেশে তৈরি খেলনা বাতিল করছে শিশুরাও  আত্মনির্ভর হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
  • ভারতের বিকাশ, দ্বিতীয় সঙ্কল্প দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সঙ্কল্প উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সঙ্কল্প ঐক্যবদ্ধ থাকতে হবে, পঞ্চম সঙ্কল্প নাগরিক কর্তব্যে অবিচল থাকতে হবে।
  • আমরা যখন স্বাধীনতা সংগ্রামের কথা বলি, তখন আমরা আদিবাসী সম্প্রদায়কে ভুলতে পারি না। ভগবান বিরসা মুন্ডা, সিধু-কানহু, আল্লুরী সীতারামা রাজু, গোবিন্দ গুরু - এমন অসংখ্য নাম রয়েছে যারা স্বাধীনতা সংগ্রামের কণ্ঠস্বর হয়ে উঠেছেন এবং মাতৃভূমির জন্য বাঁচতে ও মরতে আদিবাসী সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছেন

    আগামী ২৫ বছর দেশের জন্য গুরুত্বপূর্ণ, বড় সংকল্প নিয়ে এগোতে হবে, তবেই হবে স্বপ্নপূরণ।

  • ৭৫ বছর ধরে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশ, ভারত গণতন্ত্রের মাতৃভূমি।
  • অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে স্বাধীনতা প্রাপ্তি হয়েছে।
  • লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
  • লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হল।