নতুন দিল্লি, ১৬ এপ্রিল: চিন থেকে ভারতে (India) আসতে চলেছে ৬.৫ লক্ষের ও বেশি করোনাভাইরাস টেস্টিং কিট। এই কিট এসে পৌঁছালে দেশ গণহারে মারণ ভাইরাসের টেস্ট করানো সম্ভব হবে। ভারত-চিন অ্যাম্বাসাডার বিক্রম মিস্ত্রি এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার ভারতের উদ্দেশে করোনা চিহ্নিত করণের জন্য ৬ লক্ষ ৫০ হাজার কিট ও ব়্যাপিড অ্যান্টিবডি টেস্টের কিট নিয়ে চিনের গুয়াংঝাউ বিমানবন্দর থেকে রওনা দিয়েছে বিমান। চলতি সপ্তাহের গোড়াতেই ভারত চিনের কাছে ১৫ মিলিয়ন পিপিই গিয়ার ছাড়াও কয়েক মিলিয়ন করোনা টেস্টিং কিটেরও বরাত দিয়েছে। বরাত অনুযায়ী আগামী দু এক সপ্তাহের মধ্যেই চিন থেকে ২-৩ মিলিয়ন কিট ভারতে এসে পৌঁছাবে, এমনটাই আশা করা হচ্ছে। আরও পড়ুন-Coronavirus Cases In India: দেশে এখন করোনা আক্রান্ত ১২ হাজার ৩৮০, মৃতের সংখ্যা ৪১৪
A total of 650,000 kits, including Rapid Antibody Tests and RNA Extraction Kits have been despatched early today from Guangzhou Airport to India: Vikram Misri, Ambassador of India to China (file pic) #Coronavirus pic.twitter.com/JVq6QUatFL
— ANI (@ANI) April 16, 2020
দুমাস ধরে মারণ রোগ করোনার সঙ্গে লড়াই করার পর চিনে কিট তৈরির কারখানা সবে খুলেছে। গত বছর ডিসেম্বর থেকে মহামারী করোনার কবলে ছিল চিন। এই মুহূর্তে বিশ্বজুড়ে চিকিৎসা সরঞ্জাম, পিপিই কিট, টেস্টিং কিট, মাস্ক, গ্লাভস, ভেন্টিলেটর সরবরাহ করছে চিন। ভারতে এই মুহূর্তে করোনা যুদ্ধের জন্য প্রচুর পরিমাণে পিপিই কিট, টেস্টিং কিট, গ্লাভস, মাস্ক ও ভেন্টিলেটরের প্রয়োজন রয়েছে। চিন এই সবকিছুরই প্রোডাকশন করছে। ইতিমধ্যেই ১৫ মিলিয়ন কিটের বরাত চিনে পৌঁছেছে। বুধবার চিন থেকে অসমে পৌঁছেছে ৫০ হাজার পিপিই কিট। মহামারী রুখতে একেবারে সামনের সারিতে থেকে লড়াই করা চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সুরক্ষার জন্যই এই পিপিই কিট।