লাদাখ, ৯ জুলাই: প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) তিন জায়গায় ভারত ও চিন সেনার ডিসএনগেজমেন্ট (Disengagement) প্রক্রিয়া সম্পন্ন হল। হট স্প্রিং এলাকা (Hot Springs area) থেকে চিন সেনা প্রায় ২ কিমি পিছিয়ে গেছে। সেনা সূত্রে জানা গেছে, প্যাট্রলিং পয়েন্ট ১৭ (হট স্প্রিং) ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর ফলে প্যাট্রলিং পয়েন্ট ১৪, ১৫ ও ১৭ -তে দুই দেশের সেনাই পিছিয়ে গেছে। তবে ফিঙ্গার এরিয়াতে এখনও রয়েছে চিনা সেনারা।
দুই দেশের আলোচনা অনুসারে ভারতীয় সেনাও প্রায় ২ কিলোমিটার পিছিয়ে গেছে। এই এলাকাগুলিতে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভারতীয় সেনা টহল দিত। ওই সময়ই চিনের পিপলস লিবারেশন আর্মি ওই জায়গাগুলিতে নিজেদের পরিকঠামো নির্মান করতে শুরু করে। আরও পড়ুন: India-China Stand-Off: প্যাট্রোলিং পয়েন্ট ১৫-এ ২ কিমি পিছিয়ে গেল চিনা সেনাবাহিনী
১৫ জুন দুই দেশের সেনার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। তাতে শহিদ হন ২০ জন ভারতীয় সেনা। সূত্রের খবর কমপক্ষে ৩৫ জন চিনা সেনার মৃত্যু হয়। যদিও চিনের তরফে সরকারিভাবে মৃত্যুর পরিসংখ্যান দেওয়া হয়নি। ফের যাতে সংঘর্ষ না হয়, তা নিশ্চিত করতেই ডিসএনগেজমেন্ট প্রক্রিয়ায় সম্মত হয় দুই দেশ। দুই দেশের সেনা পিছিয়ে যাওয়ার পর আবারও আলোচনা হবে নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখার স্বার্থে।