Arunachal Pradesh Youth Abducted By Chinese Army (Photo Credit: Twitter)

দিল্লি, ২০ জানুয়ারি:  অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) থেকে ভারতীয় (Indian Youth) কিশোর মিরাম তারণের অপহরণের খবরে জল্পনা ছড়িয়েছে। তাপির গাও নামে অরুণচল প্রদেশের এক সাংসদ অভিযোগ করেন, ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে মিরামকে অপহরণ করে চিনা (Chinese Army) সেনা। অরুণাচলের ডিজো গ্রাম থেকেই মিরাম তারণকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তাপির গাও। মিরাম তারোমের অপহরণের পর থেকেই শোরগোল শুরু হয়েছে। বিষয়টি নিয়ে যাতে ভারতীয় সেনা হস্তক্ষেপ করে, সে বিষয়ে আবেদন জানান তাপির গাও।

 

ওই ঘটনার পরপরই ভারতীয় সেনার তরফে পদক্ষেপ করা হয়। বছর ১৭-র মিরাম তারোমকে যাতে ফেরৎ আনা যায়, সে বিষয়ে চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনা বাহিনী আলোচনা শুরু করেছে। হটলাইনে এ বিষয়ে দুই দেশের সেনা আধিকারিকদের কথা হচ্ছে বলে খবর। প্রত্যার্পণের  রীতি মেনেই যাতে মিরাম তারোমকে ভারতে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:  Maharashtra To Reopen Schools: কোভিড প্রটোকল মেনে মুম্বইসহ মহারাষ্ট্রে খুলছে স্কুল, তোড়জোড় পঠনপাঠনের

মিরামকে প্রতার্পণ নিয়ে চলছে আলোচনা...

 

মিরাম তারণকে চিনা (China) সেনার অপহরণের পর ভারত (India)-চিনের মধ্যে সীমান্ত উত্তেজনা ফের নতুন করে বাড়তে পারে বলে আশঙ্কা।