দিল্লি, ২০ জানুয়ারি: অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) থেকে ভারতীয় (Indian Youth) কিশোর মিরাম তারণের অপহরণের খবরে জল্পনা ছড়িয়েছে। তাপির গাও নামে অরুণচল প্রদেশের এক সাংসদ অভিযোগ করেন, ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে মিরামকে অপহরণ করে চিনা (Chinese Army) সেনা। অরুণাচলের ডিজো গ্রাম থেকেই মিরাম তারণকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তাপির গাও। মিরাম তারোমের অপহরণের পর থেকেই শোরগোল শুরু হয়েছে। বিষয়টি নিয়ে যাতে ভারতীয় সেনা হস্তক্ষেপ করে, সে বিষয়ে আবেদন জানান তাপির গাও।
1/2
Chinese #PLA has abducted Sh Miram Taron, 17 years of Zido vill. yesterday 18th Jan 2022 from inside Indian territory, Lungta Jor area (China built 3-4 kms road inside India in 2018) under Siyungla area (Bishing village) of Upper Siang dist, Arunachal Pradesh. pic.twitter.com/ecKzGfgjB7
— Tapir Gao (@TapirGao) January 19, 2022
ওই ঘটনার পরপরই ভারতীয় সেনার তরফে পদক্ষেপ করা হয়। বছর ১৭-র মিরাম তারোমকে যাতে ফেরৎ আনা যায়, সে বিষয়ে চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনা বাহিনী আলোচনা শুরু করেছে। হটলাইনে এ বিষয়ে দুই দেশের সেনা আধিকারিকদের কথা হচ্ছে বলে খবর। প্রত্যার্পণের রীতি মেনেই যাতে মিরাম তারোমকে ভারতে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।
মিরামকে প্রতার্পণ নিয়ে চলছে আলোচনা...
17 yr old youth Miram Tarom of Zido, Arunachal Pradesh was reportedly captured by Chinese PLA across the LAC. Indian Army immediately contacted PLA through hotline, assistance from PLA has been sought to locate & return him as per protocol: PRO Defence Tezpur pic.twitter.com/1u79nE0FUo
— ANI (@ANI) January 20, 2022
মিরাম তারণকে চিনা (China) সেনার অপহরণের পর ভারত (India)-চিনের মধ্যে সীমান্ত উত্তেজনা ফের নতুন করে বাড়তে পারে বলে আশঙ্কা।