নতুন দিল্লি, ১৬ জুলাই: কুলভূষণ যাদবকে (Kulbhushan Jadhav) আনকন্ডিশনাল অ্যাকসেস দেওয়া হোক। পাকিস্তানকে বলল ভারত। এদিকে কয়েক দিন আগেই পাকিস্তানের তরফে দাবি করা হয়েছিল যে চরবৃত্তির অভিযোগে বন্দি কুলভূষণ যাদব মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানাতে চান না। বরং ঝুলে থাকা প্রাণভিক্ষার আবেদন ফের নতুন করে সামনে আনতে চাইছেন তিনি। আন্তর্জাতিক আদালতের রায়ের পরেও ভারতের প্রাক্তন নৌসেনা কর্মী কুলভূষণ যাদবকে নিয়ে নয়া কৌশল নিতে চলেছে পাকিস্তান, তা বেশ বুঝতে পেরেছে নয়াদিল্লি। তাই তো কুলভূষণ যাদবকে আনকন্ডিশনাল অ্যাকসেস দেওয়ার দাবি করা হয়েছে। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, পাকিস্তানের অত্যাচারের নাগপাশে সম্পূর্ণ বিধ্বস্ত কুলভূষণ যাদব। আর সেটারই সুযোগ নিচ্ছে পড়শি দেশ।
উল্লেখ্য, চরবৃত্তির অভিযোগে পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন ভারতের নৌসেনার এই প্রাক্তন কর্মী। তিনি আগেই ইসলামাবাদ থেকে কনস্যুলার অ্যাকসেস পেয়েছেন। এর আগে ইমরান খান সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেছেন, ‘‘চলতি বছরের ১৭ জুন ভারতীয় কুলভূষণ যাদবকে মত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আর্জি জানানোর জন্য আইনি অধিকার প্রয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই সুযোগ প্রত্যাখ্যান করেছেন।’’ এর সঙ্গে তিনি যোগ করেছেন, ২০১৭ সালের ১৭ এপ্রিল তাঁর তরফে যে প্রাণভিক্ষার আর্জি জানানো হয়েছিল, তা ফের এক বার তুলে ধরার বিষয়েই জোর দিয়েছেন কুলভূষণ। আরও পড়ুন-COVID-19 Cases In India: একদিনে সর্বাধিক সংক্রমণ, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৬৮ হাজার ছাড়িয়ে গেল
India has asked Pakistan to give unconditional access to Kulbhushan Jadhav: Sources
Earlier Pakistan had claimed that he had refused to file a review plea. India said that he had been coerced into doing that.
— ANI (@ANI) July 16, 2020
উল্লেখ্য, ২০১৯-এর জুলাইয়ের পর, ঠিক এক বছরের মাথায় ফের উঠে এল কুলভূষণ যাদব ইস্যু। এবার শুধু বদলে গেল পরিপ্রেক্ষিত। পাকিস্তানের বক্তব্য অনুসারে কুলভূষণ যাদব যেহেতু মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনা চান না তাই তাঁকে দ্বিতীয়বারের মতো কনস্যুলার অ্যাকসেস দেওয়া হবে। এরপরেই আজ ভারতের বিদেশ মন্ত্রকের তরফে পাকিস্তানের কাছে কুলভূষণ যাদবের জন্য আনকন্ডিশনাল অ্যাকসেস চাওয়া হল।