INDIA alliance VP candidate B. Sudershan Reddy. (Photo Credits: Congress@X)

B. Sudarshan Reddy: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি-কে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করেছে দেশের বিরোধী দলগুলির জোট INDIA। দেশের শাসক দলগুলির জোট NDA তাদের প্রার্থী হিসাবে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করেছে। আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন ও ফল ঘোষণা হবে। যেই জিতুন দক্ষিণ ভারত থেকে হতে চলেছেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি। এনডিএ-র প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি। আবার বি সুদর্শন রেড্ডি তেলঙ্গানার বাসিন্দা। উপ নির্বাচনে প্রার্থীপদ জমা দিতে এদিন দিল্লিতে আসেন বি সুদর্শন রেড্ডি।

সংখ্যার বিচারে জয় নিশ্চিত এনডিএ-র সিপি রাধাকৃষ্ণণের

দিল্লিতে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, তৃণমূল, জেএমএম সহ ইন্ডিয়া জোটের নেতা-সাংসদরা দিল্লি বিমানবন্দরে স্বাগত জানান তাদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বি সুদর্শন রেড্ডি-কে। এরপর ইন্ডিয়া জোটের দলগুলির নেতা ও সাংসদদের সঙ্গে সাক্ষাত করেন তিনি। মনোনয়ন জমা দিয়েই তিনি প্রচার শুরু করবেন। সংখ্য়ার বিচারে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ-র উপরাষ্ট্রপতি নির্বাচনে জয় নিয়ে সংশয় নেই। তবে বি সুদর্শন রেড্ডি-র মত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দাঁড় করিয়ে শাসক দলকে অস্বস্তিতে ফেলেছে ইন্ডিয়া তা নিয়ে সন্দেহ নেই। প্রসঙ্গত, উপরাষ্ট্রপতি ভোটে দেন শুধু সংসদের দুই কক্ষ- লোকসভা ও রাজ্যসভার সাংসদরাই। রাষ্ট্রপতি নির্বাচনের মত এখানে বিবিন্ন রাজ্যের বিধায়করা ভোট দেন না। জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অন্তত ২৮টি ভোট বেশি রয়েছে এনডিএ-র। তার মধ্যে আবার অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস সমর্থন করেছে এনডিএ প্রার্থীকেই।

দেখুন কী বললেন বি সুদর্শন রেড্ডি

দেখুন ছবিতে

জগদীপ ধনখড়ের আচমকা পদত্য়াগের কারণেই হচ্ছে নির্বাচন

গত ২১ জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন আচমকাই অপ্রত্যাশিতভাবে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনখড়। ধনখড়ের রহস্যজনক পদত্যাগের কারণেই শূন্য আসন ভরাতে হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচন।