Abhishek Banerjee On Pakistan (Photo Credit: X)

দীর্ঘদিন পর আবার একজোট হয়ে বৈঠকে দেশের বিরোধী দলগুলির জোট INDIA। সোমবার থেকে সংসদে বাদল অধিবেশনের আগে নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ হতে একজোট দেশের বিরোধী শিবির। মোদী সরকারকে সংসদে কোণঠাসা করতে কৌশল ঠিক করলেন ইন্ডিয়া জোটের নেতা। সনিয়া গান্ধীরর আমন্ত্রণে ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির ছিলেন ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ইন্ডিয়া-বৈঠকে 'ভার্চুয়ালি' যোগ দিলেন তৃণমূল সাংসগ অভিষেক বন্দ্যোপাধ্যায়।আজ, শনিবার ভার্চুয়াল বৈঠক সারলেন ইন্ডিয়া জোটের নেতারা। এই বৈঠক নিয়ে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি জানালেন, কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করবে INDIA।

ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে ২৪টি রাজনৈতিক দল

ক'মাস আগে দিল্লি হাতছাড়া হওয়া আম আদমি পার্টির অনুপস্থিতিতে গুরুত্ব না দিয়ে কংগ্রেসের সাংসদ প্রমোদ তিওয়ারি জানালেন, "বাদল অধিবেশন শুরুর আগে ইন্ডিয়া শিবিরে ২৪টি রাজনৈতিক দল আছে। আমরা কেন্দ্র সরকারের ব্যর্থতা ও মানুষের প্রকৃত সমস্যা-অসুবিধা নিয়ে সংসদে আওয়াজ তুলব। আজ ইন্ডিয়া জোটের ২৪টি দলের শীর্ষ বা শীর্ষস্থানীয় নেতারাই ভার্চুয়াল মিটিং সেরেছেন।

দেখুন ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে কী বললেন কংগ্রেস নেতা

ট্রাম্পের যুদ্ধবিরতি দাবি নিয়ে আলোচনা

এরপর কংগ্রেস নেতা-সাংসদ জানান, "আমরা প্রধান ইস্যু- পহলেগাম জঙ্গি হামলা, অপারেশেন সিঁদুর ও যুদ্ধবিরতি নিয়ে চলা মানুষের দাবি ও প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে সিদ্ধান্তে নিয়েছি। মার্কিন প্রেসিডেন্ট অন্তত ২৪ বার প্রকাশ্য়ে দাবি করেছেন ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করে ও বানিজ্য় চুক্তির হুমকি দিয়ে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করেছেন। আমাদের প্রধানমন্ত্রী মাথা নিচু করে এই ইস্য়ুতে নীরব থাকাও একটা ইস্যু। বিহারে ভোটের মুখে বিশেষ ভোটার তালিকা অভিযানও একটা বড় ইস্য়ু।"