নতুন দিল্লি, ২৪ জুলাই: করোনার (Coronavirus Outbreak) কারণে জমায়েত নয়, স্বাধীনতা দিবস (Independence Day 2020) পালন করতে হবে প্রযুক্তির সাহায্যে। নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA)। করোনা মহামারীর প্রেক্ষিতে স্বাধীনতা দিবস পালনে বিপুল সংখ্যক জনসমাগম এড়াতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, বিপুল সংখ্যক মানুষের জন্য অনুষ্ঠানের ওয়েব কাস্ট করা যেতে পারে। এই বিষয়ে সমস্ত সরকারি অফিস, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গর্ভনরদের কাছে নির্দেশিকা পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে উপযুক্তভাবে স্বাধীনতা দিবস পালন করা হবে। সেজন্য যাবতীয় সুরক্ষাবিধি, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। রাষ্ট্রপতি ভবনে ঘরোয়া ভাবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন হবে। লালকেল্লার জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান হবে সশস্ত্র সেনা ও দিল্লি পুলিশের উপস্থিতিতে। তাঁরাই গার্ড অফ অনার দেবেন। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দেওয়া হবে ২১ টি গান স্যালুট। তারপর দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবশেষে আকাশ ওড়ানো হবে তেরঙা বেলুন। আরও পড়ুন: Chinese Apps: আরও কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত, বাতিল হ্যালো লাইট, শেয়ার ইট লাইট, বিগ লাইট
সামাজিক দূরত্ব বিধিতে জোর দেওয়া হচ্ছে ও পুলিশ ও আধিকারিকরা পিপিই কিট পরবেন। এছাড়া, ওই এলাকায় বেশ কয়েকটি জীবাণুমুক্তকরণ পয়েন্ট থাকবে। করোনা যোদ্ধাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীদের পতাকা উত্তোলনে কোনও বাধা নেই। তবে তা হবে শুধুমাত্র জাতীয় সংগীত ও গান স্যালুটের মাধ্যমে করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।